নু ক্যাম্পে বার্সেলোনার সঙ্গে ১-১ গোলে ড্র করে দেড় যুগ পর আবারও স্প্যানিশ লা লীগায় চ্যাম্পিয়ন হলো আটলেটিকো মাদ্রিদ। খেলোয়াড় হিসেবে সর্বশেষ জেতানো কাপটি দিয়েগো সিমিওনে এবার হাতে নিলেন কোচ হিসেবে। এটা আটলেটিকোর দশম লীগ শিরোপা। এর আগে ১৯৯৫-৯৬ মৌসুমে শেষবার চ্যাম্পিয়ন হয়েছিল আটলেটিকো।
বার্সার শুরুটা হয়েছিলো বেশ ভালোভাবেই। অ্যালেক্সিস সানচেসের প্রথমার্ধের গোলে এগিয়েও গিয়েছিলো কাতালানরা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতই দিয়েগো গদিনের গোলে সমতা ফেরায় আটলেটিকো।