শেষ পর্যন্ত লড়াই করেই রোম মাস্টার্সের ফাইনালে উঠলেন নোভাক জকোভিচ। সেমিফাইনালে মিলোস রাওনিসকে ৬-৭ ( ৫-৭), ৭-৬ ( ৭-৪), ৬-৩ সেটে হারিয়েছেন সার্বিয়ার এই টেনিস তারকা।
কবজির চোট সারিয়ে কোর্টে ফিরেছেন জকোভিচ। রোম ওপেনের শুরুতেই জয় পেয়েছিলেন জকো। কিন্তু সেমিফাইনালে বেশ ধাক্কা খেলেন তিনি। তিনটে সেটেই দুর্দান্ত লড়াই করেই জিততে হয়েছে তাকে।
জকোভিচ বলেন, 'শক্ত ম্যাচে বড় জয় পেয়েছি। মিলোস দারুণ লড়াই করেছেন। অনেক সময় মনে হয়েছে জিততে পারব না। কিন্তু মনের জোরে ম্যাচে ফিরে এসেছি। এই ফর্ম ফাইনালেও ধরে রাখতে হবে। আশা করি চ্যাম্পিয়ন হতে পারব।