ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের [আইপিএল] চলতি সপ্তম আসরের ফাইনাল খেলা বেঙ্গালুরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন [এমসিএ] সব শর্ত মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ায় পূর্বের ঘোষণামাফিক আইপিএলের পরিচালনা পর্ষদ চিন্নাস্বামীতেই ফাইনাল ম্যাচ আয়োজনের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই'র সেক্রেটারি সঞ্জয় পাটেল সংবাদ সংস্থা পিটিআইকে আজ সকালে একথা জানান।
সঞ্জয় পাটেল বলেন, আইপিএলের পরিচালনা পর্ষদ গত রাতে এক জরুরি সভা করে। এতে পর্ষদের সদস্যদের মধ্যে দীর্ঘ আলোচনার পর পূর্বের সিদ্ধান্তমাফিক বেঙ্গালুরের চিন্নাস্বামী স্টেডিয়ামেই ফাইনাল ম্যাচ আয়োজনের ব্যাপারে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ১ জুন আইপিএলের সপ্তম আসরের ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।