ইতালিয়ান ওপেনের ফাইনালে মুখোমুখি হচ্ছেন বিশ্বের নাম্বার ওয়ান টেনিস তারকা রাফায়েল নাদাল ও দুই নম্বর শীর্ষ তারকা নোভাক জেকোভিচ। আজ এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্টের শীর্ষ বাছাই নাদাল সেমিফাইনালে বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রবকে সরাসরি সেটে হারান। এর আগে আরেক সেমিফাইনালে টুর্নামেন্টের দুই নম্বর শীর্ষ বাছাই জোকোভিচ বেশ কষ্টে জয় পান কানাডার মিলস রাওনিকের বিরুদ্ধে। শেষ পর্যন্ত তিনি ৬-৭, ৭-৬, ৬-৩ গেমে রাওনিককে হারান।
এদিকে, টুর্নামেন্টে মেয়েদের ফাইনালে উঠেছেন নাম্বার ওয়ান তারকা সেরেনা উইলিয়ামস ও ইতালির সারা এররানি। সারা টুর্নামেন্টের ১০ম বাছাই।