পেলে, যাকে বলা হয় বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। রোনাল্ডোকে বলা হয় বিশ্ব ফুটবলের অন্যতম সেরা স্ট্রাইকার। দুজনে দুই প্রজন্মের। কিন্তু দুজনের মধ্যে অদ্ভুত সাযূজ্য। দু'জনেই ব্রাজিলিয়ান। দুজনেই তুলে ধরেছেন বিশ্বকাপ ট্রফি। দুজনেই ব্রাজিলিয়ান ফুটবলপ্রেমীদের চোখের মণি। বিশ্বকাপ ফুটবল নিয়ে এখন দুই ফুটবলার আবার ব্রাজিলিয়ানদের শত্রুও।
বিশ্বকাপ ফুটবল মাঠে গড়াতে বাকি মাত্র ২৪ দিন। বিশ্বকাপকে সামনে রেখে নতুন সাজে সাজছে বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশটি। কিন্তু তার আগে আবাসন সমস্যা, জীবনযাত্রার খরচ বেড়ে যাওয়ায় রাজধানী ব্রাসিলিয়া, সাও পাওলো, রিও ডি জেনিরোসহ বড় বড় শহরগুলোতে বিক্ষোভকারীরা ব্যাপক প্রতিবাদ জানাচ্ছে। প্রতিবাদীরা দুই ব্রাজিলিয়ান ফুটবল তারকাকে নানানভাবে হেনস্থা করতে প্ল্যাকার্ডে নানান মন্তব্য লিখছে। তেমনি এক প্ল্যাকার্ডে লেখা- 'পেলে তুমি প্রতারক। সেঞ্চুরির সেরা প্রতারক তুমি!' রোনাল্ডো সম্পর্কে লেখা হয়েছে- 'রোনাল্ডো তুমি ব্রাজিলের শত্রু'।
ব্রাজিল যে পাঁচবার বিশ্বকাপ জিতেছে, তার তিনটিরই মহানায়ক পেলে। ১৯৫৮ সালে ব্রাজিল প্রথম বিশ্বকাপ জিতে। মাত্র ১৬ বছর বয়সে বিশ্বকাপে মোহাচ্ছন্ন করেছিলেন ফুটবলপ্রেমীদের। চার বছর পর ১৯৬২ সালে ব্রাজিল আবারও চ্যাম্পিয়ন হয়। সেটারও সদস্য ছিলেন তিনি। ১৯৭০ সালে জুলে রিমে ট্রফিটি চিরতরে নিজেদের করে নেওয়ার আসরেও খেলেছিলেন পেলে। রোনাল্ডো চ্যাম্পিয়ন হয়েছেন ১৯৯৪ ও ২০০২ সালে। চার আসরে অংশ নেওয়া রোনাল্ডোর বিশ্বকাপে গোলসংখ্যা ১৫টি। এসব বিবেচনায় পেলে ও রোনাল্ডো নিঃসন্দেহে দুই ফুটবল মহারথী।
বিশ্বকাপকে মাথায় রেখে সাও পাওলোয় নতুন টার্মিনাল খোলা হয়েছে কিছুদিন আগে। গত শুক্রবার রাতে সেখানে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীরা বিমানবন্দরের কাছাকাছি দাঁড়িয়ে থাকা পুলিশের দুটি গাড়িতেও আক্রমণ চালায়। বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ তখন স্টান গ্রেনেড ছুড়ে মারে। অবশ্য বিক্ষোভকারীদের প্রতিবাদ শুরু হয় আগেরদিন রাতে। হাজার হাজার প্রতিবাদকারী বিক্ষোভ করলেও বিশ্বকাপের টিকিটের জন্য হুমড়ি খেয়ে পড়েছেন ফুটবলপ্রেমীরা। টিকিটের চাহিদা আকাশছোঁয়া। টিকিটের জন্য আবেদন করেছেন প্রায় ১ কোটি ফুটবলপ্রেমী। এরমধ্যে ৩২ দলের ৬২টি ম্যাচের জন্য এরমধ্যেই বিক্রি হয়ে গেছে ২৩ লাখ টিকিট। টিকিটের এমন চাহিদার পরও বিক্ষোভ দেখে অনেকেই বলছেন, অন্য উদ্দেশ্যে এমনটি করা হচ্ছে। দুই লিজেন্ড ফুটবলার পেলে ও রোনাল্ডোকে ইচ্ছাকৃতভাবেই খাটো করা হচ্ছে।