মাদ্রিদে উৎসব হচ্ছে। এ উৎসবে নেই রিয়াল মাদ্রিদের কোনো ভক্ত। অ্যাটলেটিকো মাদ্রিদের লাল-সাদা ডোরাকাটা জার্সি গায়ে হাজার হাজার দর্শক নেমে এসেছে স্প্যানিশ রাজধানীর রাজপথে। এ উচ্ছ্বাসে বাধ দেওয়ার কেউ নেই। এ উৎসব অনুষ্ঠানের সমাপণী ঘোষণা করারও কেউ নেই। ধারাবাহিক চলছে এ উৎসব। চলবেই তো। এমন একটা উপলক্ষ এ প্রজন্মের অ্যাটলেটিকো ভক্তরা কখনো পায়নি। ১৯৯৫-৯৬ মওসুমের রঙিন দিনগুলোর কথা নিশ্চয়ই এতদিনে ভুলতে বসেছেন সেই পুরনো ভক্তরাও। তারপর দেড় যুগ পেরিয়ে গেছে। এই দেড় যুগে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ ছাড়া কেবল দিপোর্তিভো লা করোনা এবং ভ্যালেন্সিয়াই লা লিগা জয়ের কৃতিত্ব দেখিয়েছে। সেই কৃতিত্বে এবার ভাগ বসাল অ্যাটলেটিকো মাদ্রিদ। ১৮ বছরের শিরোপা ক্ষুধা মেটাল তারা বার্সেলোনার সঙ্গে ১-১ গোলের ড্র দিয়েই।
দিয়েগো সাইমনকে কোলে নিয়ে আকাশের দিকে ঢিল ছুড়ছেন অ্যাটলেটিকো মাদ্রিদের তারকারা। সাইমন আকাশের শেষ সীমানা স্পর্শ করার জন্য দুই হাত উঁচু করে রেখেছেন। এ আর্জেন্টাইন কি একটা যুগ নির্মাণের ঘোষণা দিচ্ছিলেন শনিবার রাতে! ন্যু ক্যাম্পে বার্সেলোনার বুকে শেষ পেরেক ঠুকে দিয়েগো গডিন যখন অ্যাটলেটিকো ভক্তদের শিরোপা জয়ের উল্লাসে মাতিয়েছিলেন, তখনই কি একটা নতুন যুগের শুরু হয়নি! ২০১১ সাল থেকে অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ দিয়েগো সাইমন। এই তিন বছরে তিনি ক্লাবকে লা লিগা, উয়েফা ইউরোপা লিগ, উয়েফা সুপার কাপ এবং কোপা দেল রে কাপের শিরোপা উপহার দিয়েছেন। বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের মতো আধিপত্যবাদী ক্লাবের সব যোগ্যতাকে অস্বীকার করে তারকাহীন একটা দল নিয়ে কীভাবে সফল হওয়া যায়, তার একটা উদাহরণও তো স্থাপন করলেন দিয়েগো সাইমন! তার আগমনের সময়টাতে অ্যাটলেটিকো মাদ্রিদের অবস্থান ছিল লা লিগায় রেলিগেশন জোনের চেয়ে চার পয়েন্ট ওপরে! কিভাবে এই অসাধ্য সাধন করলেন সাইমন! 'আমরা অন্যদের সম্পদ নিয়ে ঈর্ষা করতে পারি কিন্তু আমাদের প্রতিযোগিতার মনোভাব অন্য কারো চেয়ে কম নয়।' গত তিনটা বছরে এভাবেই তিনি প্রতিযোগিতামুখর করে তোলেন অ্যাটলেটিকোকে। শেষ দিনে বার্সেলোনার মতো ক্লাবের বিপক্ষে ন্যু ক্যাম্প থেকে আরাধ্য জিনিসটাই যে তিনি ছিনিয়ে নিয়ে গেলেন এ মন্ত্রের জোরে!
দিয়েগো সাইমনদের অর্জন মাদ্রিদকে কতটা নাড়া দিয়েছে, তা ঐতিহাসিক ভিক্টরি পার্টি ভেন্যুতে গেলেই বুঝা যায়। হাজার হাজার ভক্ত সমস্বরে চিৎকার করছেন 'অ্যাটলেটি, অ্যাটলেটি' করে। এই চিৎকার মাদ্রিদের সীমানা ছাড়িয়ে পুরো স্পেনেই ছড়িয়ে পড়েছে। আগামী দিনের ইউরোপীয়ান ক্লাব ফুটবলে এক নতুন সম্রাটেরই আগমন ঘোষণা করছেন যেন অ্যাটলেটিকো মদ্রিদের ভক্তরা।
অ্যাটলেটিকো মাদ্রিদের শিরোপা
লা লিগা
(১০টি) ১৯৩৯-৪০, ১৯৪০-৪১, ১৯৪৯-৫০, ১৯৫০-৫১, ১৯৬৫-৬৬, ১৯৬৯-৭০, ১৯৭২-৭৩, ১৯৭৬-৭৭
১৯৯৫-৯৬ ও ২০১৩-১৪
কোপা দেল রে
(১০টি) ১৯৫৯-৬০, ১৯৬০-৬১, ১৯৬৪-৬৫, ১৯৭১-৭২, ১৯৭৫-৭৬, ১৯৮৪-৮৫, ১৯৯০-৯১, ১৯৯১-৯২
১৯৯৫-৯৬ ও ২০১২-১৩
স্প্যানিশ সুপার কাপ
(১টি) ১৯৮৫
উয়েফা ইউরোপা লিগ
(২টি) ২০০৯-১০ ও ২০১১-১২
উয়েফা সুপার কাপ
(২টি) ২০১০ ও ২০১২
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        