ন্যু ক্যাম্পে বার্সেলোনার সঙ্গে ম্যাচ। অ্যাটলেটিকো মাদ্রিদের পক্ষে দিয়েগো কস্তাই আশার প্রতীক। ম্যাচের ১৫ মিনিটেই ব্রাজিলিয়ান বংশোদ্ভূত এই স্প্যানিশ স্ট্রাইকার মাটিতে পড়ে গেলেন। ডান পায়ে আঘাত পেয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ইনজুরি আক্রান্ত দিয়েগো কস্তার চোখে তখন অশ্রু। টলমলে অশ্রু বলছিল নানা কথা। ২৪ মে লিসবনের ফাইনালে থাকবেন দিয়েগো কস্তা! বিশ্বকাপে স্পেনের আক্রমণ ভাগের শোভা বাড়াবেন তিনি! এসব বিস্ময়ের উত্তর কেবল দিয়েগো কস্তার মেডিকেল রিপোর্ট এলেই বলা যাবে। তবে দিয়েগো কস্তার কান্না অনেক কিছুর সঙ্গেই জড়িয়ে গেছে।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল মাত্র পাঁচদিন পর। লিসবনের জন্য রিয়াল মাদ্রিদের প্রস্তুতি প্রায় সম্পন্ন। রোনালদোরা ইনজুরি থেকে ফিরেছেন। এদিকে অ্যাটলেটিকো মাদ্রিদে ইনজুরির ছায়া কেবল পড়তে শুরু করেছে। দিয়েগো কস্তা ২৪ মে'র ফাইনালে না থাকলে অ্যাটলেটিকো মাদ্রিদ আক্রমণভাগ অনেকটাই দুর্বল থাকবে। সেক্ষেত্রে ভিয়া-গার্সিয়াদের ওপরই নির্ভর করতে হবে কোচ দিয়েগো সাইমনকে। তবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের চেয়েও দিয়েগো কস্তার সামনে বড় বিষয় বিশ্বকাপ। ব্রাজিল বিশ্বকাপের জন্য স্প্যানিশ কোচ ভিসেন্ট দেল বস্কের ঘোষিত প্রাথমিক দলে স্থান পেয়েছেন দিয়েগো কস্তা। তবে দ্রুত ইনজুরি মুক্ত হতে ব্যর্থ হলে তাকে হয়ত বিশ্বকাপে দর্শক হয়েই থাকতে হবে।