নিটল টাটা পেশাদার ফুটবল লিগে শেখ জামাল ও ঢাকা আবাহনীর লড়াইয়ে কেউ জেতেনি। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ ম্যাচটি গোলশূন্য ড্র হয়। উভয় দলই আক্রমণ চালালেও সহজ সুযোগ নষ্ট করায় গোলের দেখা পায়নি। এ ড্রতে ১৬ ম্যাচে শেখ জামালের সংগ্রহ ৩৮। অন্যদিকে আবাহনীর ৩২।
এদিকে দিনের প্রথম ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন ও মুক্তিযোদ্ধা সংসদ ১-১ গোলে ড্রতে পয়েন্ট ভাগাভাগি করেছে।