নাম্বার ওয়ান টেনিস তারকা রাফায়েল নাদালকে হারিয়ে এবার ইতালিয়ান ওপেন শিরোপা জিতেছে নোভাক জোকোভিচ। এ নিয়ে তৃতীয়বারের মতো শিরোপা জিতলেন তিনি। জোকোভিচ ৪-৬, ৬-৩, ৬-৩ গেমে হারান নাদালকে। এজন্য সময় নেন ২ ঘণ্টা ১৯ মিনিট।
তবে ফাইনালে শুরুটা ভাল হয়নি জোকোভিচের। প্রথম সেটে তিনি পিছিয়ে পড়েন ১-৪ গেমে। তারপরই ছন্দ ফিরে পান সার্বিয়ান নাম্বার ২ এ খেলোয়াড়। এরপর আর পিছনে তাকাতে হয়নি নোভাককে।
২৫ মে থেকে শুরু হচ্ছে ফরাসি ওপেন। তাই এ জয় জোকোভিচকে অনুপ্রেরণা দিবে নিঃসন্দেহে।