ইতালিয়ান ওপেনে মেয়েদের ফাইনালে শিরোপা জিতলেন নাম্বার ওয়ান তারকা সেরেনা উইলিয়ামস। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো ইতালিয়ান শিরোপা জিতলেন তিনি। ফাইনালে তিনি ইতালির সারা এররানিকে ৬-৩, ৬-০ গেমে হারান।
রবিবার অনুষ্ঠিত ফাইনালে এররানিকে হারাতে সেরেনা মাত্র ১ ঘণ্টা ১৩ মিনিট সময় নেন। এররানির বিপক্ষে এ পর্যন্ত সাতবারের মুখোমুখি লড়াইয়ে সবকটিতে জিতেছেন মার্কিন এ তারকা।
টুর্নামেন্টটি জেতায় বাড়তি আত্মবিশ্বাস নিয়েই ফরাসি ওপেন খেলতে যাচ্ছেন সেরেনা। রোমের মতো ফরাসি ওপেনও ক্লে কোর্টে হয়।
আগামী ২৫ মে শুরু হচ্ছে ফরাসি ওপেন।