সাইনা নেহওয়ালের নেতৃত্বে টমাস ও উবের কাপে শুরুটা দারুণ হলো ভারতের। কাউকে কিছু বুঝতে না দিয়ে হায়দরাবাদি তারকা আধ ঘণ্টারও কম সময়ে কানাডার জোসলিন কো-কে ২১-১২, ২১-৪ হারান।
প্রতিপক্ষকে হেলায় উড়িয়ে দেওয়ার পর সাইনা স্বীকার করে নেন ম্যাচটা খুবই সহজ ছিল।
সাইনা শুরুটা ভালো করার পর পিভি সিন্ধুও ভারতকে গতি এনে দেন। তিনি আবার মাত্র ২৬ মিনিটে র্যাচেল হনড্রেইচকে ২১-১৬, ২১-৩ হারান।
এরপরের কাজটা করে দেন জ্বালা গুট্টা ও অশ্বিনী পোনাপ্পা জুটি। তারা ভারতকে ৩-০ এগিয়ে দেন। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি ভারতকে। কানাডাকে ৫-০ উড়িয়ে দেওয়ার পর সোমবার হং কং-য়ের বিরুদ্ধে নামছেন সাইনারা।
অন্যদিকে, ভারতের মেয়েরা যখন সহজেই জিতলেও ভারতের ছেলেদের শুরুটা কিন্তু ভালো হলো না। তারা আবার মালয়েশিয়ার কাছে ৪-১ হেরে গেছে।