নোভাক জোকোভিচের চোখ এখন ফরাসি ওপেনে। চোট সারিয়ে রোম মাস্টার্সে খেলেছিলেন জোকো। কিন্তু কখনই মনে হয়নি সদ্য চোট সারিয়ে উঠেছেন সার্বিয়ার এই টেনিস তারকা। রোম ওপেনে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি।
ফাইনালে রাফায়েল নাদালের মতো বিশ্বখ্যাত তারকাকে হারিয়েছেন তিনি। এবার ফরাসি ওপেনেও একই ফর্ম ধরে রাখতে চাইছেন তিনি।
জোকোভিচ বলেছেন, 'আমি কখনই প্রতিপক্ষকে সহজভাবে নি না। রাফার মতো প্রতিপক্ষ যার মাটির কোর্টে দুর্দান্ত রেকর্ড রয়েছে। আমরা সকলেই জানি নাদাল মাটির কোর্টে কতখানি ভয়ঙ্কর। তাই লড়াই খুব শক্ত ছিল। চ্যাম্পিয়ন হওয়ার পরে এবার লক্ষ্য ফরাসি ওপেন। আমি ফরাসি ওপেনের জন্য প্রস্তুতি নেব।'