দিয়েগো কোস্তার মতোই এবার বিশ্বকাপে নজর থাকবে আলজিরিয়ার ফুটবলার সোফিয়ানে ফেঘাউলির দিকে। কোস্তা যেমন ব্রাজিলীয় হয়েও বিশ্বকাপে স্পেনের জার্সি গায়ে খেলবেন, তেমনই ২৪ বছরের সোফিয়ানে ফ্রান্সের তারকা হয়েও খেলবেন আলজিরিয়ার হয়ে।
জন্মভূমি ফ্রান্সের হয়ে সোফিয়ানে অনূর্ধ্ব ১৮ ও ২১ দলে খেললেও সিনিয়র দলের জার্সি পরছেন আলজিরিয়ার। ফ্রান্সের কোচ রেমদমেনেক সোফিয়ানেকে যে দিন সিনিয়র দলের জন্য বাঁছাই করেছিলেন, সে দিনই তিনি আলজিরিয়ার দলে ডাক পান। ফ্রান্সের জার্সি ছেড়ে তিনি বেছে নেন আলজিরিয়ার জার্সি। সোফিয়ানে বলেন, এই দেশের (আলজেরিয়া) হয়ে বিশ্বকাপে খেলার সুযোগ পেয়ে আমার স্বপ্ন পূরণ হয়েছে। ব্রাজিলে আমি চমক দেখাতে চাই। বিশেষজ্ঞরা বলছেন, ব্রাজিলে মরুভূমির শিয়ারদের (আলজিরিয়া দলকে এই নামেই ডাকে) দলের সেরা তারকা এই সোফিয়ানেই।