তিন তিনটি বিশ্বকাপ জিতেছেন পেলে। তাকে বলা হয় বিশ্ব ফুটবলের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। ১৯৫০ সালে যখন বিশ্বকাপ হয়েছিল ব্রাজিলে, তখন ছিলেন ৯ বছরের বালক। ৬৪ বছর পর ব্রাজিলের আবারও বসছে 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ' বিশ্বকাপ ফুটবলের আসর। ঘরের মাঠে বিশ্বকাপ বলে শিরোপার স্বাদ পেতে চাইছেন এই লিজেন্ড ফুটবলার। দেশের ফুটবলারদের উদ্দীপ্ত করতে নিজেই লিখেছেন এক গান। গান লিখলেও গানের নাম বলেননি পেলে। শুধু জানিয়েছেন, রেকোর্ডিং হচ্ছে। ব্রাজিলে বিশ্বকাপের ২০তম আসর বসছে ১২ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত।
বিশ্বকাপের থিম সং গাইবেন 'জে লো' খ্যাত জেনিফার লোপেজ ও পিটবুল। সাও পাওলোর সাংবাদিকদের উপস্থিতিতে নিজের লেখা গানটি গেয়েছেন পেলে। গানটি লেখার পর বলেছেন, 'এটা আমাকে অনেক সুখী করেছে। এটা আমাকে কাঁদিয়েছেও। ব্রাজিলে রক্তের সঙ্গে মিশে আছে ফুটবল। আমি পিটবুল-জেনিফার লোপেজ এবং রিকি মার্টিনের গান শুনেছি। মার্টিনের গান আমার পছন্দ হয়নি।' নিজের লেখা গান সম্পর্কে পেলে বলেন, 'আমার গানের বক্তব্য ফুটবলারদের নিরুৎসাহিত কর না।'
৭৩ বছর বয়স্ক লিজেন্ড ফুটবলার মনে করেন, ব্রাজিলের এবার সুযোগ রয়েছে বিশ্বকাপ জেতার, 'আমাদের দেশের সবার রক্তে মিশে আছে ফুটবল। এখানকার লোক ফুটবল ছাড়া কিছুই বুঝে না। এবার ঘরের মাটিতে বিশ্বকাপ। আমি মনে করি আমাদের সুযোগ রয়েছে। আমাদের রক্ষণভাগ শক্তিশালী। আক্রমণভাগও ভালো।' অনেকেই ব্রাজিল-স্পেন ফাইনালের স্বপ্ন দেখছেন। কিন্তু পেলে চাইছেন ব্রাজিল-উরুগুয়ে ফাইনাল। এতে ১৯৫০ সালের বিশ্বকাপ হারানোর প্রতিশোধ নেওয়া হবে দলটির।