বিশ্বকাপে নেদারল্যান্ডের চেয়ে হতভাগা আর কেউ নেই। তিনবার ফাইনাল খেলেও শিরোপা বঞ্চিত তারা। আগে তবু চেকোস্লোভাকিয়া এবং হাঙ্গেরির নাম উচ্চারিত হতো ডাচদের সঙ্গে। তিন দলই দুইবার ফাইনাল খেলে ব্যর্থ হয়েছিল। গতবার স্পেনের কাছে ডাচদের পরাজয় ইতিহাসই বদলে দিয়েছিল। এই ব্যর্থতার জাল ছিঁড়ে বের হওয়ার জন্য ডাচরা মরিয়া হয়ে উঠেছে। ব্রাজিল বিশ্বকাপকে কেন্দ্র করে প্রস্তুত হচ্ছে ডাচ বাহিনী। লুই ফন গালের দলে রবিন ফন পার্সি, ডার্ক কুইট এবং হান্টলারের মতো স্ট্রাইকার আছেন। আছে আরিয়েন রোবেন এবং ওয়েসলি স্নাইডারের মতো মিডফিল্ডার। ডাচ বাহিনীর লক্ষ্য কি এবার। রোবেনরা এরই মধ্যে জানিয়েছেন, সেখানে দারুণ কিছু করে দেখাতে চান তারা। দারুণ কিছু অর্থ, বিশ্বকাপের শিরোপা। ১৯৭৪, ১৯৭৮ এবং ২০১০ সালে যা হয়নি ঠিক তাই। এবার হান্টলারও সেকথাই বললেন।
'দলের উপর আমার আস্থা আছে। আমি দৃঢ়ভাবেই বিশ্বাস করি, আমরা গ্রুপ পর্বের ব্যরিয়ার পাড়ি দিতে পারব। বাড়ি ফিরতে পারব বিজয়ী হিসেবেই।' ফিফা ডট কমের সঙ্গে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। বি গ্রুপে নেদারল্যান্ডকে খেলতে হবে বর্তমান চ্যাম্পিয়ন স্পেন, চিলি এবং অস্ট্রেলিয়ার সঙ্গে। অস্ট্রেলিয়া তুলনামূলক দূর্বল হলেও চিলিকে নিয়ে বিপদে পড়তে হবে বর্তমান চ্যাম্পিয়ন স্পেন এবং রানার্সআপ নেদারল্যান্ডকে।
হান্টলারই কেবল নন, ২০১০ বিশ্বকাপ ফাইনাল ডাচদের জন্য ক্ষত হয়ে থাকবে বহুকাল। অন্তত যতদিন না তারা বিশ্বকাপ জয় করতে পারছে। হান্টলার বলছেন, '২০১০ বিশ্বকাপ ফাইনালের পরাজয় ছিল আমাদের সবার জন্যই হতাশার। আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার আশা করেছিলাম। এখন আমাদের লক্ষ্য ব্রাজিল বিশ্বকাপ নিয়ে। এখানে প্রতিটি ম্যাচই আলাদা। সুতরাং যে কোন কিছুই হতে পারে টুর্নামেন্টে। দক্ষিণ আফ্রিকার পুনরাবৃত্তি এড়িয়ে যাওয়ার জন্য আমাদেরকে শতভাগ উজাড় করে খেলতে হবে।' হান্টলারের মতে, ডাচ দলে তরুণ ও অভিজ্ঞদের মিলন ঘটেছে। এই দলটা অনেক কিছুই করতে পারে। তাছাড়া জাতীয় দলের প্রায় সব তারকাই ইউরোপীয়ান ক্লাব ফুটবলে আধিপত্য বিস্তার করে রেখেছেন। হান্টলার নিজে খেলছেন জার্মান ক্লাব শালকেতে। চ্যাম্পিয়ন্স লিগে নিয়মিতই ভালো করছে দলটা। অন্তত নকআউট পর্ব পর্যন্ত খেলছে। এই দল নিয়ে হান্টলার কতটা আশা করেন ব্রাজিলে? 'আমার কাছে প্রত্যাশিত হচ্ছে, ব্রাজিল বিশ্বকাপে আমরা বিজয়ী হিসেবেই বাড়ি ফিরব। তবে আমরা এতদূর এখনই দেখছি না। আমাদের কাছে প্রতিটা ম্যাচের আলাদা গুরুত্ব রয়েছে। সেভাবেই খেলতে চাই।'