১২ জুন সাও পাওলোর করিন্থিয়ানস এরিনাতে শুরু হবে বিশ্ব ফুটবল যজ্ঞ। এ যজ্ঞ আয়োজনে কতটুকু প্রস্তুত সাও পাওলো! রবিবার ছিল বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চের প্রথম পরীক্ষা। কিন্তু সে পরীক্ষায় ফেল করল সাও পাওলো। ৩৬ হাজার ফুটবলভক্ত হাজির হয়েছিল করিন্থিয়ানস-ফিগুয়ারেনস ম্যাচ দেখতে। ব্রাজিলিয়ান লিগের এই ম্যাচে ফেবারিট করিন্থিয়ানসকে ১-০ গোলে হারিয়ে দেয় ফিগুয়ারেনস। তবে ম্যাচের ফলাফলের চেয়ে বড় বিষয় ছিল মাঠের দুর্দশা। এখনো ছাদের কাজ শেষ হয়নি। ফলে অনেক দর্শকই ম্যাচ শেষ হওয়ার আগেই বৃষ্টি থেকে বাঁচতে গ্যালারি ছেড়েছেন। বিশ্বকাপে ৬৮ হাজার দর্শক আশা করা হচ্ছে এই মাঠে। অথচ পরীক্ষার দিন চলি্লশ হাজারেরও কম টিকিট বিক্রি হয়েছে। তাছাড়া মোবাইল নেটওয়ার্কিংয়েও ছিল সমস্যা। এএফপির ফটোগ্রাফারের দেওয়া তথ্য মতে, সেখানে ওয়াইফাই নেটওয়ার্ক কাজ করলেও মোবাইল নেটওয়ার্ক কাজ করছিল না। ফিফা সেক্রেটারি জেরোমি ভালকে বেশ কিছুদিন আগেই বলেছিলেন, সাও পাওলো হয়ত শেষ মুহূর্তে প্রস্তুতি শেষ করতে পারবে।