বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে উত্তর আমেরিকা অঞ্চলের সেরা শক্তি মেঙ্েিকা। গতকাল তারা ইসরায়েলকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে। লেয়ুনের ডাবল এবং ফ্যাবিয়ানের এক গোলে দুর্দান্ত এ জয় পেয়েছে মেঙ্কিানরা। মেঙ্েিকা জিতলেও প্রস্তুতি ম্যাচে হোঁচট খেয়েছে আফ্রিকা ও এশিয়ান ফুটবলের অন্যতম প্রতিনিধি নাইজেরিয়া এবং দক্ষিণ কোরিয়া। সুপার ঈগলখ্যাত নাইজেরিয়া ২-২ গোলে ড্র করেছে স্কটল্যান্ডের সঙ্গে। উচে এবং মাইকেলের গোলেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি আফ্রিকানরা। অন্যদিকে তিউনিসিয়ার কাছে হেরেই গেছে দক্ষিণ কোরিয়া। গত বুধবার সিউলের ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে ১-০ গোলে হেরেছে কোরিয়ানরা। দাওয়াদির একমাত্র গোলে জয় পেয়েছে তিউনিসিয়া। বিশ্বকাপে দক্ষিণ কোরিয়া এইচ গ্রুপে রাশিয়া, বেলজিয়াম ও আলজেরিয়ার মুখোমুখি হবে। কঠিন গ্রুপে লড়াই করার জন্য কোরিয়ানদের প্রস্তুতিটা মোটেও ভালো হলো না। অন্যদিকে মেঙ্েিকা বিশ্বকাপে এ গ্রুপে মুখোমুখি হবে স্বাগতিক ব্রাজিল, ক্রোয়েশিয়া ও ক্যামেরুনের। শক্তিশালী প্রতিপক্ষদের মুখোমুখি হওয়ার প্রস্তুতিটা ভালোভাবেই নিল তারা ইসরায়েলকে ৩-০ গোলে হারিয়ে। এ ছাড়াও গত বুধবার প্রীতি ম্যাচ খেলতে নেমেছিল ডেনমার্ক-সুইডেন। অ্যাগারের একমাত্র গোলে সুইডিশদের ১-০ ব্যবধানে হারিয়েছে ডেনমার্ক।