উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে রিয়াল মাদ্রিদের হয়ে চতুর্থ গোলটি করার পর জার্সি খুলে ফেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আর এটা দেখে ফুটবলবিশেষজ্ঞরা বলতে শুরু করে দিয়েছেন, রোনালদো জানে কখন কী করতে হবে। মাঠের কোথায় ক্যামেরা থাকে, তা ভালই জানা রোনালদোর। তাই পেনাল্টি থেকে রিয়ালের চতুর্থ গোলটি করার পরই ক্যামেরা জার্সি খুলে ক্যামেরার দিকে ছুটতে শুরু করে দেন।
স্প্যানিশ মিডিয়ায় প্রকাশিত খবর অনুযায়ী রোনালদোকে নিয়ে একটি ছবি তৈরি হচ্ছে। তার নাম রোনালদো, দ্য মুভি। এই ছবিতে অভিনয় করছেন রোনালদো। তাই গোল করার পর আনন্দ প্রকাশের মাধ্যমে নিজের ছবিরই প্রচার শুরু করে দিলেন রোনালদো।