টাইম ম্যাগাজিনের সমীক্ষায় দেখা যাচ্ছে যে ওয়েবসাইটে পৃথিবীর সেরা ১০০ জন 'অবসেসড ওভার পিপল' তালিকায় ৬৮ নম্বরে রয়েছেন সচিন টেন্ডুলকার। এইজন্যই হয়তো বিশ্ব ক্রিকেটে 'মাস্টার ব্লাস্টার' হিসেবে পরিচিত তিনি। ২৩.৯৮ পয়েন্ট নিয়ে ৬৮ নম্বরে রয়েছেন সচিন।
সেলিব্রিটিদের অনলাইনে উইকিপেডিয়া পেজ ঘেঁটে এই সমীক্ষা করেছে টাইম ম্যাগাজিন। প্রথম একশোর মধ্যে সচিন ছাড়াও রয়েছেন বলিউড মহাতারকা শাহরুখ খান।