ফরাসি ওপেনে তৃতীয় রাউন্ডে উঠলেন স্প্যানিস তারকা রাফায়েল নাদাল। ফরাসি ওপেনের তৃতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ান ডমিনিক থিয়েমকে ৬-২, ৬-২ ও ৬-৩ সেটে হারিয়ে দিয়েছেন তিনি।
নাদাল বলেছেন, 'আমি জানতাম ডমিনিক খুব বিপদজ্জনক খেলোয়াড়। যদি ওর বিরুদ্ধে ভাল খেলতে না পারি তাহলে সমস্যায় পড়ে যাব। তাই নিজেকে উজাড় করে দিয়েছি।'
ডমিনিক প্রসঙ্গে নাদাল বলেছেন, 'ভবিষ্যতের তারকা খেলোয়াড় ডমিনিক। ওর ফোরহ্যান্ড, ব্যাকহ্যান্ড খুব ভাল। বড় তারকা হওয়া সব গুণই রয়েছে ডমিনিকের মধ্যে। দ্রুত উন্নতি করবে বলেই মনে করছি।'