আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ইংল্যান্ডের অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ ক্রিকেটের টি-২০ ভার্সনে ফিরছেন। তিনি ইংলিশ কাউন্টি দল ল্যাঙ্কায়ারের হয়ে খেলতে যাচ্ছেন। বিবিসির রেডিও ফোর'র লাইভ স্পোর্টস প্রোগ্রামকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানান ফ্লিনটফ। খবর বিবিসির
ফ্লিনটফ বলেন, 'আমি তরুণ অনুভব করি। আমার আচরণ তরুণের মতো। ল্যাঙ্কাশায়ারের হয়ে টি-২০ তে ফেরার সিদ্ধান্তটা হচ্ছে আমার ক্যারিয়ারের সবচেয়ে সহজতম। দলটির কোচ মনে করেন আমি টি-২০ খেলতে পারব। আমিও তেমনটি মনে করি। আমি পারফরম্যান্সের নিশ্চয়তা দিতে পারব না।তবে নিজেকে প্রমাণ করার সুযোগ আছে।'
১৯৯৮ থেকে ২০০৯ সময়কালে ফ্লিনটফ ইংল্যান্ডের হয়ে ৭৯টি টেস্ট, ১৪১টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ ও মাত্র ৭টি টি-২০ ম্যাচ খেলেছেন। ২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি।