ফিটনেস নিয়ে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল। ইউয়েফা চ্যাম্পিয়নশিপে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন করতে ১২০ মিনিট মাঠ দাবড়িয়ে বেড়ান ক্রিশ্চিয়ানো রোনালদো। রিয়ালকে লা ডেসিমার শিরোপা উপহার দিয়ে গত বৃহস্পতিবার যোগ দেন পর্তুগালের বিশ্বকাপ শিবিরে। যোগ দিয়েই জড়িয়ে পড়েন বিতর্কে। তার উদ্ধৃতি দিয়ে ইংলিশ এক ট্যাবলয়েড লিখেছে, রোনালদো নিজে জানে না তার কত টাকা। ইন্টারনেটে তার সাক্ষাৎকারটি প্রচারিত হওয়ার পর পর্তুগিজ তারকা ফুটবলার তা অস্বীকার করেন। বিষয়টি অস্বীকার করলেও জানিয়েছেন, পর্তুগালকে বিশ্ব চ্যাম্পিয়ন করে বসতে চান দুই লিজেন্ড পেলে, ম্যারাডোনার কাতারে।
বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার রোনালদো। তাকে ঘিরেই পর্তুগাল এবার স্বপ্ন দেখছে বিশ্বকাপ জয়ের। যদিও ব্রাজিল, স্পেন, জার্মানি, আর্জেন্টিনা, ইতালি থাকার পর কাজটা কঠিন পর্তুগালের জন্য। তারপরও স্বপ্ন দেখেন রোনালদো। পর্তুগালের সাবেক অধিনায়ক ও গোলরক্ষক ভিক্টর বাইয়ার মতে, 'পর্তুগালের ভালো কিছুর পুরোটা নির্ভর করছে রোনালদোর উপর। বিশ্বকাপে পর্তুগালকে স্পেশাল কিছু করতে হলে রোনালদোকে ভালো খেলতে হবে। একমাত্র রোনালদোর ফর্মের উপরই নির্ভর করছে ভালো কিছুর সম্ভাবনা।' রোনালদোও জানেন। জানেন বলেই এখন তার ধ্যানজ্ঞান বিশ্বকাপকে ঘিরে। এবারের আসর জিতে বসতে চান পেলে-ম্যারাডোনার কাতারে। রোনালদো বলেন, 'ফুটবল ইতিহাসে পেলে ও ম্যারাডোনার সঙ্গে একই কাতারে থাকতে চাই। তাদের পাশে থাকাই আমার একমাত্র লক্ষ্য।' দুই লিজেন্ড ফুটবলার বিশ্বকাপ জিতেছেন নিজ দলের হয়ে। পেলে স্বাদ নিয়েছেন তিনবার (১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০) এবং ম্যারাডোনা একবার (১৯৮৬)। যাদের কাতারে বসতে চান, সেই ব্রাজিলিয়ান লিজেন্ড পেলের মতে এখনকার সেরা ফুটবলার সিআর সেভেন রোনালদো। 'দুই-তিন বছর আগে যদি কেউ আমাকে জিজ্ঞাসা করতেন কে বিশ্বসেরা ফুটবলার তখন আমি বলতাম মেসির কথা। কিন্তু এই মৌসুমে অসাধারণ ফুটবল খেলে মেসিকে টেক্কা দিয়েছেন রোনালদো। ওর ধারাবাহিকতা অবিশ্বাস্য।' এক সঙ্গে খেলার জন্য মেসি নয়, বাছাই করতেন রোনালদোকে, বলেছেন ব্রাজিলিয়ান লিজেন্ড ফুটবলার। 'মেসির খেলার স্টাইল আমার মতো। রোনালদো অনেক বেশি আক্রমণাত্দক। যদি সুযোগ থাকতো তাহলে সতীর্থ হিসেবে বেছে নিতাম রোনালদোকে।'
অর্থের কথা অস্বীকার করলেও পর্তুগিজের এই তারকার আয় সপ্তাহে ২ লাখ ৮৮ হাজার পাউন্ড। যার ধারে কাছে নেই কোনো ফুটবলার। ২৯ বছর বয়সে বিশ্বকাপ, ইউরো চ্যাম্পিয়নশীপ ছাড়া জিতেছেন প্রায় সব শিরোপা। ফর্মের তুঙ্গে থাকা পর্তুগিজ এই তারকার স্বপ্ন ৪০ বছর পর্যস্ত খেলা। তিনি বলেন, 'যদি আমার দুটো পা চলতে থাকে, তাহলে ৪০ বছর পর্যন্ত খেলে যেতে চাই।'