আফ্রিকার অদম্য সিংহরা পরাজয় স্বীকার করল ল্যাটিন ফুটবলের দল প্যারাগুয়ের কাছে। বৃহস্পতিবার ক্যামেরুন ২-১ গোলে হেরেছে প্যারাগুইয়ানদের কাছে। ওসকার রোমেরো এবং বুড়ো সান্তা ক্রুজের গোলে জয় পেয়েছে প্যারাগুয়ে। চুপো মটিং একটা গোল করলেও ক্যামেরুনকে জয় উপহার দিতে পারেননি। বিশ্বকাপে ক্যামেরুনকে এ গ্রুপে খেলতে হবে এক নম্বর ফেবারিট ব্রাজিল, মেক্সিকো এবং ক্রোয়েশিয়ার সঙ্গে। কঠিন গ্রুপের জন্য ক্যামেরুনের প্রস্তুতিটা মোটেও ভালো হলো না। অবশ্য চূড়ান্ত পর্বে খেলতে নামার আগে ক্যামেরুন আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে। ১ জুন তারা মুখোমুখি হবে জার্মানির। ৭ জুন খেলবে মলদোভার সঙ্গে। এদিকে প্রস্তুতি ম্যাচে হেরে গেছে বিশ্বকাপের আরেক দল হন্ডুরাস। উত্তর আমেরিকার দলটি তুরস্কের কাছে ২-০ গোলে হেরে গেছে। হন্ডুরাস বিশ্বকাপে ই গ্রুপে ফ্রান্স, সুইজারল্যান্ড এবং ইকুয়েডরের মুখোমুখি হবে। হন্ডুরাসকে দ্বিতীয় রাউন্ডে যেতে হলে মিরাকলই ঘটাতে হবে।