বিশ্বকাপ উপলক্ষে ল্যাটিন দলগুলোর সঙ্গে শক্তি পরীক্ষা শুরু করেছে ইউরোপিয়ানরা। শুক্রবার শক্তি পরীক্ষায় ইউরোপিয়ানদেরই জিত হলো। বর্তমান চ্যাম্পিয়ন স্পেন ২-০ গোলে হারিয়েছে বলিভিয়াকে। ইংলিশরা ওয়েম্বলি স্টেডিয়ামে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে পেরুকে। সুইজারল্যান্ড ১-০ গোলে হারিয়েছে জ্যামাইকাকে। তবে ল্যাটিনদের প্রস্তুতিটাও ভালোই হয়েছে। দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে গতকাল উত্তর আয়ারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে। জয় পেয়েছে চিলিও। মিসরকে তারা ৩-২ গোলে হারিয়েছে। স্পেনের প্রস্তুতি পর্বটা দারুণভাবেই শুরু হলো। ফার্নান্দো তোরেস এবং আন্দ্রেস ইনিয়েস্তার গোলে বিশ্বচ্যাম্পিয়নরা সহজেই হারিয়েছে বলিভিয়াকে। র্যাঙ্কিংয়ের ৬৮ নম্বর দলের সঙ্গে এক নম্বর দলের লড়াই! ফলাফলটা অনুমেয়ই ছিল। তবে অবাক করেছে ইংলিশরা। পেরুকে তারা পাত্তাই দেয়নি! স্টরিজ, কাহিল এবং জাগিয়েলকার গোলে ল্যাটিনদের উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড। এদিকে বসনিয়ার কাছে হেরে গেছে দিদিয়ের দ্রগবার আইভরি কোস্ট। ২-১ গোলে জয় পেয়েছে বসনিয়া-হার্জেগোভিনা। এডিন জেকোর দুই গোলের বিপরীতে দ্রগবার এক গোল কেবল পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। তাছাড়া ১-১ গোলে অ্যাঙ্গোলার সঙ্গে ড্র করেছে ইরান।