অবশেষে কস্তাকে নিয়েই বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছেন স্প্যানিশ কোচ ভিসেন্ত দেল বস্ক। গতকাল রাজধানী মাদ্রিদে ২৩ সদস্যের ঘোষিত চূড়ান্ত দলে বার্সেলোনার ৭, অ্যাটলেটিকো মাদ্রিদের ৪ এবং রিয়াল মাদ্রিদের ৩, ম্যানইউ, চেলসি ও নেপোলির দুজন করে এবং আর্সেনাল, বায়ার্ন মিউনিখ ও ম্যানসিটির একজন করে ফুটবলার জায়গা পেয়েছেন। বিশ্বকাপ জয়ী দলের ১৬ জনই রয়েছেন স্কোয়াডে। গোলরক্ষক : ইকার ক্যাসিয়াস, হোসে ম্যানুয়েল রেইনা ও ডেভিড দা গিয়া। ডিফেন্ডার : সার্জিও রামোস, জেরার্ড পিকে, জর্দি আলবা, জাভি মার্টিনেজ, সিজার আজপিলিকুয়েটা, রাউল আলবিওল ও হুয়ানফ্র্যান তোরেস। মিডফিল্ডার : জাভি হার্নান্দেজ, আন্দ্রেস ইনিয়েস্তা, সেস ফ্যাব্রিগাস, সার্জিও বাসকুয়েটস, জাভি আলোনসো, ডেভিড সিলভা, কোকে, সান্তিয়াগো কাজুরলা ও হুয়ান মাতা। ফরোয়ার্ড : পেদ্রো রদ্রিগেজ, দিয়েগো কস্তা, ডেভিড ভিয়া ও ফার্নান্দো তোরেস।