সাকিব আল হাসানকে নিয়ে কলকাতায় মাতামাতি চলছেই। অনেকে বলছেন, নাইট রাইডার্সের 'ট্রাম কার্ড' বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিব যদি ব্যাটে-বলে জ্বলে ওঠেন তাহলে আইপিএলে দ্বিতীয় শিরোপা পেতে কেকেআরকে খুব বেগ পেতে হবে না! শেবাগ-ম্যাক্সওয়েলদের কিংস ইলেভেন যত দুর্ধর্ষ-ই হোক না কেন ১২ জনের কলকাতাকে হারোনো সহজ নয়! ভাবছেন ১২ জন কি করে হয়? এবারের আইপিএলে সাকিব আল হাসান একাই তো দ্বৈত ভূমিকা পালন করছেন। বোলিংয়ে যেমন প্রতিপক্ষের জন্য আতঙ্ক, তেমনি ব্যাটিংয়েও ভয়ঙ্কর! আইপিএল-সেভেন অন্য এক সাকিবকে দেখছে! এর আগের আসরগুলোতে বাংলাদেশের তারকা বোলিংয়ে ভালো করলেও ব্যাটিংয়ে সুবিধা করতে পারেননি। কিন্তু এবার সাকিব যেন সব্যসাচী এক ক্রিকেটার। উইকেট কম পেলেও বোলিংয়ে তার কিপ্টেমী নাইটদের জয়ে বড় ভূমিকা রাখছে। ব্যাটিংয়ে রান পাচ্ছেন নিয়মিত। গ্রুপ পর্বে চেন্নাই ও ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে শেষ দুই ম্যাচে দুটি ঝড়ো ইনিংস খেলেছেন। একটিতে মাত্র ২১ বলে অপরাজিত ৪৬, আরেকটিতে ৩৮ বলে ৬০ রান। তাই আজকের ফাইনালেও কলকাতার বড় ভরসা সাকিব আল হাসান।