শাহরুখ খান এবার বায়না ধরেছেন আইপিএলের কাপ জিতে তাতেই কফি খাওয়ার!
টুইটারে সম্প্রতি এমনভাবেই নিজের বাসনা প্রকাশ করলেন কিংখান।
টুইটারে লিখেছেন, 'আগামীকাল বাঙ্গালুরু, আমি সেখানে বেড়ে উঠেছি। বাচ্চাদের তাদের দাদা-দাদীর থাকার জায়গা দেখাবো। এবং যদি আল্লাহ চান তবে আইপিএলের কাপে এক কাপ কফি!'