টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন স্পেনের রাফায়েল নাদাল ও স্বদেশি ডেভিড ফেরের এবং রাশিয়ার এসভেতলানা কুজনেতসোভা স্ব স্ব খেলায় জিতে ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ডে উঠেছেন। বিশ্বের নাম্বার ওয়ান তারকা নাদাল তৃতীয় রাউন্ডে আর্জেন্টিনার লিওনার্দো মায়েরের বিরুদ্ধে ৬-২, ৭-৫, ৬-২ গেমে জয় পান। চতুর্থ রাউন্ডে তিনি বিশ্বের ১১৭ নাম্বার খেলোয়াড় সার্বিয়ার ডুসান লাজোভিকের বিরুদ্ধে খেলবেন। খবর বিবিসির
এদিকে মেয়েদের বিভাগে ২০০৯ সালে ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন কুজনেতসোভা উইম্বলডনের সাবেক চ্যাম্পিয়ন পেত্রা কেভিতোভার বিরুদ্ধে জয় পান। কেভিতোভা প্রথম সেটে জয় পেলেও শেষ দিকে পায়ের ইনজুরিতে পড়ে ৬-৭, ৬-১, ৯-৭ গেমে কুজনেতসোভার কাছে হারেন। চতুর্থ রাউন্ডে রুশ এ তারকা চেক রিপাবলিকের লুচি সাফারোভার বিরুদ্ধে খেলবেন।
বিশ্বের ২৩ নম্বর তারকা লুচি তৃতীয় রাউন্ডে ২০০৮ সালে ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন সার্বিয়ার আনা ইভানোভিচকে সরাসরি সেটে ৬-৩, ৬-৩ গেমে হারান।
পুরুষের বিভাগে টুর্নামেন্টে গত বারের ফাইনালিস্ট ডেভিড ফেরের চতুর্থ রাউন্ডে সাউথ আফ্রিকার কেভিন এন্ডারসনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন।