ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিল) ফাইনাল ম্যাচে টস হেরে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিপক্ষে ব্যাট করে নির্ধারি ২০ ওভারে পাঞ্জাবের সংগ্রহ ১৯৯/৪।
এর আগে রাত ৮টায় চেন্নাইয়ের চিন্নাস্বামী স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স টস জিতে ব্যাটিংয়ে পাঠায় পাঞ্জাবকে।
পাঞ্জাব একাদশ : বীরেন্দ্র শেবাগ, মনান বোহরা, গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড মিলার, জর্জ বেইলি, অক্ষয় প্যাটেল, মিচেল জনসন, লক্ষিপতি বালাজি, করনভির সিং, পরভিন্দর আওয়ানা, ঋদ্ধিমান সাহা।
কলকাতা একাদশ : রবিন উথাপ্পা, গৌতম গম্ভীর, মনিশ পান্ডে, সাকিব আল হাসান, ইউসুফ পাঠান, টেন ডেসকাট, সূর্যকুমার যাদব, পিযুষ চাওলা, সুনীল নারাইন, মরনে মরকেল, উমেস যাদব।