বিশ্বকাপ ফুটবল জ্বরে পুড়ছে বিশ্ব। পুড়ছে বাংলাদেশও। সারা দেশেই ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, জার্মানির পতাকায় সয়লাব। দেশের ক্রীড়ানুরাগীরা যখন ব্যস্ত থাকবেন বিশ্বকাপ নিয়ে। তখন প্রায় আড়ালেই ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবেন মুশফিকুর রহিমরা। সিরিজকে সামনে রেখে অনুশীলন করছেন টাইগার ক্রিকেটাররা। টাইগারদের নুতন বোলিং কোচ হিথ স্ট্রিক ঢাকায় পা রাখছেন আজ রাতে। বিসিবির সঙ্গে চুক্তি করবেন আগামীকাল। কাল অনুশীলনের পর টাইগার অধিনায়ক চুক্তি করেছেন প্রাইম দোলেশ্বরের সঙ্গে। এই মৌসুমে প্রিমিয়ার ক্রিকেটে মুশফিক খেলবেন শীতলক্ষ্যা পাড়ের দলটির পক্ষে। গত দুই মৌসুম টাইগার অধিনায়ক খেলেছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবে। টাইগারদের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান খেলবেন লিজেন্ড অব রূপগঞ্জ বা গাজী ট্যাংকে, তামিম ইকবাল আবাহনীতে, মাহমুদুল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, নাসির হোসেন, জিয়াউর রহমানরা খেলবেন প্রাইম ব্যাংকে।
২০১৩-২০১৪ মৌসুমকে ব্ল্যাক হোলে নিক্ষেপ করে প্রিমিয়ার ক্রিকেটের দল-বদল ও শুরুর তারিখ ঘোষণা করেছে বিসিবি। দল-বদল ৫, ৬ আগস্ট এবং লিগ শুরু ১০ অক্টোবর ও শেষ ২৫ নভেম্বর। গত মৌসুমে প্রিমিয়ার ক্রিকেটের দল-বদল হয়েছিল 'প্লেয়ার বাই চয়েজ' পদ্ধতিতে। এ নিয়ে ক্রিকেটাররা ছিলেন চরমভাবে ক্ষুব্ধ। এক পর্যায়ে লিগ বর্জনের সিদ্ধান্তও নিয়েছিলেন। ক্রিকেটারদের ক্ষোভকে দূরীভূত করতে এই মৌসুমে আবারও আগের পদ্ধতিতে দল-বদলের সিদ্ধান্ত নেয় বিসিবি। নতুন মৌসুমে পুল থাকছে। তবে সংখ্যা এখনো ঠিক করেনি 'ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশ' (সিসিডিএম)। ঠিক হয়নি বিদেশি ক্রিকেটারের বিষয়ও। কতজন বিদেশিকে রেজিস্ট্রেশন করাতে পারবে ক্লাব কিংবা কয়জন খেলবে এক ম্যাচে, সেটাও ঠিক করেনি। কোনো কিছু না জেনেই স্কোয়াড তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছে ক্লাবগুলো।
জাতীয় দলের অধিনায়ক মুশফিক গত দুই মৌসুম খেলেছেন শেখ জামালের পক্ষে। এবার হঠাৎ করেই দল-বদলের বেশ আগে পাল্টে ফেলেন তাঁবু। তাঁবু পাল্টে ফেলার বিষয়ে বলেন, 'প্রাইম দোলেশ্বরে এসে ভালো লাগছে। শেষবার ক্লাবটি দুর্ভাগ্যবশত চ্যাম্পিয়ন হতে পারেনি। এবার আমরা চেষ্টা করব আরও ভালো করার। আল্লাহ'র রহমতে দল অনেক ভালো হয়েছে।' মুশফিক ছাড়াও জাতীয় দলের মুমিনুল হক সৌরভ, ইলিয়াস সানি খেলবেন দোলেশ্বরে। এছাড়া মেহেদী মারুফ, মিজানুর রহমান, রনি তালুকদার, নয়ন, মুক্তার আলি, তালহা জুবায়ের, আসিফ আহমেদ রাতুল, দেলোয়ার হোসেনরা খেলবেন। প্রাইম ব্যাংক গুছিয়েছেন বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। প্রাইমে খেলবেন মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, ইমরুল কায়েস, ফরহাদ রেজা, এনামুল হক জুনিয়র, তাসকিন আহমেদ ও জিয়াউর রহমান। এছাড়া সৈকত আলী, তাইবুর রহমান পারভেজ, নুরুল হাসান সোহান ও তাইজুল ইসলামরা।
প্রিমিয়ার ক্রিকেট লিগ শুরু হতে এখন পাঁচ মাস বাকি। তার আগেই শিরোপা জিততে শক্তিশালী দল গঠন করতে শুরু করেছে প্রাইম ব্যাংক, প্রাইম দোলেশ্বর, আবাহনী, মোহামেডান। আগাম দল-বদলে সেই পুরনো দিনের কথাই মনে করিয়ে দিচ্ছে ক্রিকেটপ্রেমীদের। যখন ক্রিকেটারদের দল-বদল নিয়ে সৃষ্টি হতো উন্মাদনা। আজ সে সবই স্মৃতি।