ইনজুরিতে আক্রান্ত হয়ে লুইস সুয়ারেজ যেদিন কাতরাচ্ছিলেন, উরুগুইয়ানদের হৃদয় ভেঙে গিয়েছিল। মাত্র নয় দিন আগে অপারেশন হয়েছে লিভারপুলের এই তারকা ফুটবলারের। তবে উরুগুয়ের কোচ ওসকার তাবারেজ সুয়ারেজকে রেখেই বিশ্বকাপের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন। উরুগুয়ের দলে ইউরোপীয়ান ক্লাবগুলোর তারকা ফুটবলারদেরই স্থান হয়েছে সবচেয়ে বেশি।
উরুগুয়েকে ব্রাজিল বিশ্বকাপে খেলতে হবে 'গ্রুপ অব ডেথ' ডিতে। ইংল্যান্ড এবং ইতালিও এই গ্রুপে। আছে কোস্টারিকাও। নকআউট পর্বে যেতে হলে ইংল্যান্ড অথবা ইতালির যে কোনো একটাকে বিদায় করতে হবে উরুগুইয়ানদের। সুয়ারেজকে তার লিভারপুল সতীর্থদের মুখোমুখি হতে হবে বিশ্বকাপে। বিশেষ করে লিভারপুলের অধিনায়ক ইংলিশ তারকা ফুটবলার স্টিভেন জেরার্ডের। তবে তার আগে পূর্ণ সুস্থ হতে হবে তাকে। উরুগুয়ে ১৪ জুন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে কোস্টারিকার সঙ্গে।