ফ্রেঞ্চ ওপেন থেকে এবার বিদায় নিলেন বিশ্বের প্রাক্তন একনম্বর রজার ফেদেরার। চতুর্থ রাউন্ডে তিনি হেরে যান ল্যাটভিয়ার আর্নেস্তস গুলবিসের কাছে। গুলবিসের কাছে ৬-৭ (৫), ৭-৬ (৩), ৬-২, ৪-৬, ৬-৩ গেমে হারার পর হতাশ ফেদেরার।
অন্যদিকে ভীষণ উচ্ছ্বাসিত ল্যাটভিয়ার টেনিস তারকা। তিনি বলেন, 'আমার ক্যারিয়ারের এটাই সবথেকে বড় জয়। ফ্রান্সে ভালো খেলেছি, মার্শেইয়ে অনুষ্ঠিত টুর্নামেন্ট জিতেছি। আশা করি এই টুর্নামেন্টেও ভাল কিছু করতে পারব।'
এদিকে সার্বিয়ার নোভাক জোকোভিচ ফ্রান্সের জো উইলফ্রেড সংগাকে ৬-১, ৬-৪, ৬-১ হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছন। ফরাসি ওপেন জেতার অন্যতম দাবিদার এখন মারিয়া শারাপোভা।অস্ট্রেলিয়ার সামান্থা স্তোসুরকে ৩-৬, ৬-৪, ৬-০ হারিয়ে রুশ মহিলা তারকা গেলেন কোয়ার্টার ফাইনালে।