বিতর্কের মুখে ২০২২ সালে কাতারে বিশ্বকাপ অায়োজন থেকে সরে আসতে পারে ফিফা। সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট জিম ভয়সে এমনই ইঙ্গিত দিয়েছেন। খবর বিবিসির
কাতারের বিরুদ্ধে ৫ মিলিয়ন দুর্নীতির যে অভিযোগ উঠেছে তা প্রমাণিত হলে ২০২২ বিশ্বকাপের জন্য নতুন স্বাগতিক খুঁজতে পুনরায় ভোট গ্রহণের আয়োজন করা হবে বলে ফিফার ভাইস প্রেসিডেন্ট জানিয়েছেন।
গতকাল ব্রিটেনের সানডে টাইমস তাদের এক প্রতিবেদনে অভিযোগ করেছে, ২০২২ সালে ফিফা বিশ্বকাপ ফুটবলের আয়োজক হওয়ার লক্ষ্যে সমর্থন পেতে কাতার পাঁচ মিলিয়ন ডলার ঘুষ দিয়েছিল। ফিফার একজন উর্ধ্বতন কর্মকর্তা এবং আফ্রিকার কয়েকটি দেশের ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্টকে কাতারবিষয়ক ফিফার সাবেক নির্বাহী সদস্য মোহামেদ বিন হাম্মাম এ অর্থ লেনদেন করেছিলেন।
এই অভিযোগ তদন্তে ফিফার প্রধান তদন্ত কর্মকর্তা মিশেল গার্সিয়ার নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি কাজ করে যাচ্ছে বলে ফিফার জিম ভয়সে জানিয়েছেন।
তিনি বলেন, “ যদি গার্সিয়ার রিপোর্টে ২০২২ বিশ্বকাপের আয়োজন নিয়ে কোনো অনিয়মের প্রমাণ পাওয়া যায় তবে কাতারে বিশ্বকাপ আয়োজন থেকে সরে আসা হবে এবং নতুন করে আয়োজক নির্ধারণের জন্য পুনরায় ভোটের আয়োজন করা হবে।” তিনি আরো জানান যে, “ ফিফার নির্বাহী কমিটি গার্সিয়ার পাশেই রয়েছে। তার তদন্তের কাজে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে। আমরা তার পূর্ণাঙ্গ রিপোর্টের জন্য অপেক্ষা করছি।''
এদিকে এ বিষয়ে সানডে টাইমসের পক্ষ থেকে জানতে চাওয়া হলে কোনো জবাব দেননি হাম্মাম। তার পক্ষে তার ছেলেও কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানায়।