বান্ধবী ব্রুনাকে ছাড়া যেন এক মূহুর্তও চলে না নেইমারের। তাই তো অনুশীলনের সময়ও অনুপ্রেরণা যোগাতে ছাঁয়ার মতো পাশে থাকছেন ব্রুনা মারকুইজিনে। ব্রাজিল মানেই নেইমার। সবার দৃষ্টি তার দিকে। নিজের দেশে বিশ্বকাপ টুর্নামেন্ট। তার তার ওপর প্রত্যাশার চাপও রয়েছে বেশি। আর সেই চাপের কিছুটা ভাগ নিতেই যেন মাঠে উপস্থিত থাকছেন ব্রুনা। নেইমারও অনুশীলনের ফাঁকে বান্ধবীকে সময় দিচ্ছেন। সব মিলে প্রেম আর ক্যারিয়ার দুটোকেই সমানতালে সামলাচ্ছেন ব্রাজিলের এই মূহুর্তের সবচেয়ে উজ্জ্বল তারকাটি। এখন দেখার বিষয় বিশ্বকাপে কতটা সামলাতে পারেন।
এদিকে রবিবার অনুশীলন দেখে বেশ চটেছেন ব্রাজিলের কোচ লুইজ ফেলিপ্পে স্কলারি। তার মনে হচ্ছে প্রস্তুতিটা ভাল হচ্ছে না।
ব্রাজিল মঙ্গলবার পানামার সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে। আর ৬ জুন বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল সার্বিয়ার সঙ্গে।
স্কলারি জানিয়েছেন তিনি থিয়াগো সিলভা, ফার্নানদিনহো ও পাওলিনহোকে বিশ্রাম দিয়েছেন। কিন্তু অনুশীলনে এসে দলের পরিস্থিতি দেখে খুশি নন। তিনি বলেছেন, ‘আমি এমন অনুশীলন পছন্দ করি না। আমার কাছে এমন কোন কিছু পছন্দের নয়। সব কিছুই ভুল।’
উল্লেখ্য, ব্রাজিল ১২ জুন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ক্রোয়েশিয়ার। স্কলারি আরও যোগ করেছেন, ‘যখন আমার কোন কিছু পছন্দ হয় না তখন আমি সমাধান বের করি। আর যতক্ষণ সমাধান না হয় ততক্ষণ কাজ চলে।’
নেইমার অনুশীলনে বেশ দুরন্ত ছিলেন। হাশিখুশিভাবে নিজের প্রস্তুতি নিয়ে চলেছেন তিনি। আর মাঝে মাঝে চওড়া হ্যাট ও সানগ্লাস পরিহিত বান্ধবী মারকুইজিনেকে সময় দিয়েছেন।