একেই বলে রথ দেখা সেই সঙ্গে কলাও বেচা। ২০১৪ বিশ্বকাপ ফুটবল ঘিরে ব্রাজিলে দেহ ব্যবসা, সেক্স ট্যুরিজম একেবারে লাগামছাড়া রূপ ধারণ করেছে। বিশ্বকাপ দেখতে এবার দেশটিতে আসছেন লক্ষাধিক ফুটবলপ্রেমী, কয়েক হাজার সাংবাদিক ও কর্মকর্তারা। তাদের বিনোদনের জন্য হাজির গোটা বিশ্বের যৌনকর্মীরা!
একেবারে হিসাব কষে সেইসব যৌনকর্মীরা ব্রাজিলে এসেছেন। যেহেতু ব্রাজিলে যৌন ব্যবসা বৈধ তাই দু' বছর আগে থেকেই অনেক যৌনকর্মী ভিসার আবেদন করে রেখেছিলেন। নিয়ম মেনে তাদের ভিসা ইস্যুও করা হয়। তবে পরে নিয়মে কিছুটা পরিবর্তন আসায় বেশ কয়েকজন বিদেশি যৌনকর্মীকে ভিসা থেকে বঞ্চিত হয়েছেন। নিয়ম পরিবর্তনের পর যৌনকর্মীরাও ভিসা পেতে নতুন কৌশল অবলম্বন করেন। তখন তারা বিশ্বকাপ উপভোগ করতে ব্রাজিলে আসতে চান বলে জানান।
স্থানীয় ও বিদেশি মিলিয়ে প্রায় মোট সাড়ে ১৪ লক্ষ যৌনকর্মী বিশ্বকাপের সময় পর্যটকদের টার্গেট করবেন। শোনা যাচ্ছে, প্রত্যেক পাঁচজন ফুটবল পর্যটকের জন্য একজন যৌনকর্মী থাকছে ব্রাজিলে। সঙ্গে রয়েছে শিশু পতিতাবৃত্তির ভয়। কারণ দেশটিতে আঠারো বছরের উর্ধ্বে পতিতাবৃত্তিতে ছাড় রয়েছে। এ ব্যাপারটি ঘিরেই সমস্যা তৈরি হচ্ছে ব্রাজিল প্রশাসন ও ফিফার মধ্যে। তাদের ভাবনা, সেক্স ট্যুরিজিম তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। প্রায় ৫ লক্ষের বেশি শিশুকে এই কাজে নিযুক্ত করা হতে পারে। এক সমীক্ষায় দেখা যায়, ২০০৬ সালে অনুষ্ঠিত জার্মান বিশ্বকাপে প্রায় ৪০ হাজার যৌনকর্মীকে নিযুক্ত করা হয়েছিল বিদেশি পর্যটকদের জন্য। তাই ব্রাজিল প্রশাসনের কাছে এখন বিরাট বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে শিশু নিগ্রহ সামলানোর।
ব্রাজিলের এক ওয়েবসাইট জানায়, বিশ্বের প্রায় ৩৫টি দেশ থেকে যৌনকর্মীরা ব্রাজিলে ঘাঁটি গেড়েছে। রাজধানী সাও পাওলোতেই সবচেয়ে বেশি সংখ্যাক ইউরোপিয়ান যৌনকর্মীরা নিজেদের পসার সাজাবেন বলে মনে করা হচ্ছে। ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপেও যৌনব্যবসার রমরমা চেহারা দেখা গিয়েছিল। কিন্তু ব্রাজিল যেন সব কিছুকে ছাপিয়ে যাচ্ছে।
ব্রাজিল বিশ্বকাপ শুরু হতে আর মাত্র দশ দিন বাকি। বিশ্বকাপের সমস্ত প্রস্তুতি কার্যত শেষের দিকে। তবে পেলে, নেইমারের দেশে নিরবে নিভৃতে চলছে আরেক খেলার প্রস্তুতি। দেওয়ালে দেওয়ালে সাঁটা হচ্ছে উত্তেজক পোস্টার।
সারা গায়ে বিভিন্ন রংবেরংয়ের উলকিতে নিজেদেরকে বেশ সাজিয়ে গুছিয়ে নিচ্ছে ব্রাজিলের অসংখ্য পতিতারা। দেশটিতে বছরজুড়ে বিদেশি পর্যটকরা আসলেও বিশ্বকাপের সময় পর্যটকের সংখ্যা স্বভাবতই অনেক বেড়ে যায়। তাদের মন জয় করতে সব রকমের প্রস্তুতি নিচ্ছে ব্রাজিলের পতিতারা।