বিশ্বকাপ ফুটবলের ক্ষণ গুনছেন ফুটবলপ্রেমীরা। শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মেতে উঠতে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নিচ্ছে দলগুলো। ঘরের মাটিতে বিশ্বকাপ, ফেবারিটের তালিকার শীর্ষে ব্রাজিল। নেইমার, ফ্রেড, ডেভিড লুইস, থিয়াগো সিলভাদের নিয়ে ব্রাজিল এবার ষষ্ঠবারের মতো শিরোপা জয়ের স্বপ্ন দেখছে। বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশটির শিরোপা জয়ের মিশন শুরু হবে ১২ জুন ক্রোয়েশিয়া ম্যাচ দিয়ে। তার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে সেলেকাওরা। আজ পানামা এবং শুক্রবার খেলবে সার্বিয়ার বিপক্ষে। দুটি প্রস্তুতি ম্যাচ খেলার আগে টেরাপোলিশে অনুশীলন করছে স্কলারিবাহিনী। কিন্তু দলের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট নন ২০০২ সালের বিশ্বকাপ জয়ী দলের কোচ। হতাশা পোষণ করেছেন ফুটবলারদের অনুশীলন নিয়ে। আজ বিশ্বকাপের প্রস্তুতিমূলক ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ সেন্ট্রাল আমেরিকার দল পানামা। প্রস্তুতি ম্যাচে নামার আগে তিনি গত পরশু একটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন নিজেদের মধ্যে ভাগ করে। ম্যাচে সেরা একাদশ ৩-২ গোলে জিতেছে অবশিষ্ট একাদশের বিপক্ষে। ওই ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন নেইমারের বান্ধবী ব্রুনা মারকুয়েজিন। অনুশীলন ম্যাচ দেখে অসন্তুষ্ট স্কোলারি বলেন, 'ফুটবলাররা আমাকে এখন পর্যন্ত সন্তুষ্ট করতে পারছে না।' ফুটবলারদের অনুশীলন দেখে পুরোপুরি অসন্তুষ্ট সেলেকাও কোচ, 'আমি অনুশীলন পছন্দ করছি না। কোনো কিছুই পছন্দ হচ্ছে না আমার। সবকিছুই ভুল পথে হচ্ছে।' অনুশীলন পছন্দ না করলেও এর থেকে বের হয়ে আসার কথাও বলেছেন তিনি, 'কোনো কিছুই যখন আমার পছন্দ হচ্ছে না, তখন আমাকে একটা সমাধান বের করতে হবে। ততক্ষণ পর্যন্তই আমি সমাধান খুঁজে বেড়াব যতক্ষণ পর্যন্ত দলের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট না হব।'