ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর ‘কুইন্স পার্ক ওভাল’ স্টেডিয়ামটি এখনো বাঙালিদের কাছে স্মরণীয়। ২০০৭ সালের বিশ্বকাপে যে মাঠে জয় পেয়েছিল ১২ বাঙালি। পরিষ্কার করে বললে ১৭ জুন প্রথম ম্যাচ ছিল বাংলাদেশ ও ভারতের। দুই প্রতিবেশির লড়াইটা অসম-ই হবে এমন ধারণাই ছিল সবার। কিন্তু মাশরাফি বিন মর্তুজার ঝড়ে তছনছ হয়ে যায় ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপ। সৌরভ গাঙ্গুলীর ৬৬ ছাড়া আর কেউ বাংলাদেশি বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি। ভারতকে ১৯১ রানে অলআউট করে দিয়ে তামিম, মুশফিক ও সাকিবের হাফসেঞ্চুরিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়। ঠিকই একইভাবে এবারের আইপিএল ফাইনালে জয় পেল নাইট রাইডার্স। কলকাতা তো চ্যাম্পিয়ন হয়েছেই, কলকাতার ছেলে ঋৃদ্ধিমান সাহাও কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে সেঞ্চুরি হাঁকিয়েছে। সব মিলে এবারের আইপিএলে কলকাতার জয় জয়কার। উচ্ছ্বসিত বাংলাদেশের সাকিব আল হাসানও। কলকাতার হয়ে দুবার ফাইনাল খেললেন দেশ সেরা অলরাউন্ডার। দুইবারই শিরোপা জিতলো নাইটরা। ফাইনালে দুর্ভাগ্যজনকভাবে মাত্র ১২ রানে রানআউট হলেও বোলিং ঠিকই কিপ্টেন্সি বজায় রেখেছিলেন সাকিব। একমাত্র সাকিব ছাড়া ফাইনালে কেকেআরের সব বোলারকেই পাড়ার বোলার বানিয়ে ফেলেছিলেন পাঞ্জাবের ব্যাটসম্যানরা। কলকাতার সেরা বোলার সুনীল নারাইন যেখানে ৪ ওভারে ৪৬ রান দিয়েছেন, সেখানে সাকিব দিয়েছেন মাত্র ২৬ রান। নাটকীয় ফাইনালে শেষ পর্যন্ত কলকাতা জিতে যাওয়ায় দারুণ খুশি বাংলাদেশের দর্শকরাও।
আইপিএলে ভালো করার সুবাদে সাকিবের ভাগ্যে জুটেছে বড় পুরস্কার। গতকাল ভারতের বিখ্যাত টায়ার কোম্পানি সিয়াটের বর্ষসেরা টি-২০ পুরস্কার জিতেছেন তিনি। এবার আইপিএল শুরু থেকেই ছিল নাটকীয়তায় পূর্ণ। প্রথম ছয় ম্যাচের মধ্যে ৪টিতে হেরে প্লে-অফের সম্ভাবনাই যাদের ক্ষীণ হয়েছিল সেই কলকাতাই শেষ পর্যন্ত জিতল শিরোপা। টানা ১০ ম্যাচ জিতে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হল নাইটরা। কলকাতার এই উত্থানে ক্রিকেটারদের তুলনায় দলের মালিক বলিউড বাদশা শাহরুখ খানের অবদানও কম নয়! চলতি আসরে যখন ছয় ম্যাচের মধ্যে চার ম্যাচে হেরে খাদের কিনারায় কলকাতা তখন শাহরুখ ক্রিকেটার উদ্দীপ্ত করতে টুইট করতেন। শাহরুখ খানের টুইটগুলো ক্রিকেটারদের ব্যাপক অনুপ্রেরণা যুগিয়েছে।
তাছাড়া দলের মালিক হিসেবে বলিউড বাদশা যেভাবে ক্রিকেটারদের সঙ্গে মিশে, অন্য মালিকরা এতোটা পারে না। হয়তো এ কারণেই সাত আসরের মধ্যে দুইবার শিরোপা জিতল নাইটরা (চেন্নাইও দুইবার জিতেছে)! কলকাতার এই সফলতার নেপথ্য নায়ক শাহরুখ খানই। বলিউডের বাদশা এখন ক্রিকেটেও বাদশা!
শিরোনাম
- বেনজীর-ইমরানসহ ১০৩ জনের বিরুদ্ধে অধিকতর তদন্তের নির্দেশ
- টানা ১০ ম্যাচ জয়হীন থাকায় চাকরি হারালেন উলভস কোচ
- বিএনপির বিজয় ঠেকাতে অপপ্রচার-অপকৌশল দৃশ্যমান : তারেক রহমান
- অক্টোবরে এলো ৩১ হাজার ২১০ কোটি টাকার প্রবাসী আয়
- ডিগ্রী পাস ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি
- ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৬২
- একটি গোষ্ঠী নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে : দুলু
- সুশাসন চাইলে সৎ ও যোগ্য লোকের সরকার প্রতিষ্ঠা করতে হবে : মাসুদ সাঈদী
- ১৭ বছরে ছাত্রদল প্রকৃত রাজনীতি করতে পারেনি: এ্যানি
- সিলেট সীমান্তে বিএসএফ’র অনুপ্রবেশ, স্থানীয়দের প্রতিরোধ
- মহাসড়কে বাইক প্রতিযোগিতা, প্রাণ গেল তরুণের
- পুঁজিবাজারে বেড়েছে লেনদেন
- সাতক্ষীরায় পচা মাংস বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে দুই মাসের কারাদণ্ড
- প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন
- রূপগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা
- জয়পুরহাটে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে বিএনপি নেতা
- রং মেশানো ডাল আমদানি ও বিক্রিতে নিষেধাজ্ঞা
- গাজীপুরে রনি হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
- সিলেটের শ্রমিক নেতাদের গ্রেফতারের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ
- খিলগাঁওয়ে খাল থেকে মরদেহ উদ্ধার
সিয়াট টি-২০ বর্ষসেরা সাকিব
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর