গ্রুপটা কঠিন। স্বাগতিক ব্রাজিল ছাড়াও ফেবারিট মেক্সিকা এবং ক্রোয়েশিয়া আছে গ্রুপে। বলতে গেলে আফ্রিকার অদম্য সিংহ ক্যামেরুনের দ্বিতীয় রাউন্ড খেলাই হবে বিস্ময়ের। কিন্তু বিশ্বকাপ শুরুর আগেই তো বিস্ময় উপহার দিতে শুরু করেছে রজার মিলারের উত্তরসূরিরা। ব্রাজিল বিশ্বকাপের ফেবারিট জার্মানিকে রবিবার ২-২ গোলে রুখে দিয়েছে আফ্রিকান সিংহরা।
ইংলিশ ক্লাব চেলসির তারকা ফুটবলার স্যামুয়েল ইতোর দুর্দান্ত এক গোল ক্যামেরুনকে ম্যাচের ৬২ মিনিটে এগিয়ে দেয়। বুরুসিয়া পার্কে বিপদেই পড়েছিল জার্মানরা। উদ্ধারকর্তা হিসেবে আবির্ভূত হন গত বিশ্বকাপের গোল্ডেন বুটজয়ী স্ট্রাইকার থমাস মুলার। ৬৬ মিনিটে দলকে সমতায় ফেরান তিনি। ৭১ মিনিটে আন্দ্রে স্কারলের গোলে এগিয়ে যায় জার্মানরা। তবে ৭৮ মিনিটে ম্যাক্সিমর গোল ক্যামেরুনকে সমতা উপহার দেয়। ব্রাজিল বিশ্বকাপে অদম্য সিংহদের এমন দেখা গেলে ক্রোয়েশিয়া এবং মেক্সিকা তো বটেই এমনকি স্বাগতিক ব্রাজিলের জন্যও বিপদ হতে পারে! আর জার্মানদের সতর্কই করল ক্যামেরুন। পর্তুগাল, ঘানা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে জি গ্রুপে খেলবে জার্মানি। একটু অসতর্ক হলেই খাদে পড়তে সময় লাগবে না তাদের! জার্মান কোচের মন্তব্যও এমন। জোয়াকিম লো বলছেন, 'আমাদের মধ্যে অনেক কিছুই ছিল অনুপস্থিত। পাসিং ফুটবল যেন আমরা ভুলেই গিয়েছিলাম। অসংখ্য ভুল করেছি।' জার্মান কোচের স্পষ্ট উক্তি, এমন ভুল খেললে বিশ্বকাপে কিছুই অর্জন করা যাবে না। শিষ্যদের তিনি ভুল শোধরানোর উপদেশ দিয়েছেন। ম্যাচের পরই জার্মান কোচ বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছেন। ফিলিপ লামকে অধিনায়ক করে ২৩ সদস্যের জন্য ঘোষিত চূড়ান্ত দলে স্থান পেয়েছেন ৩৬ বছরের বুড়ো মিরোস্লাভ ক্লোসা।
এদিকে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমে নীশের অ্যালাইঞ্জ রিভেরাতে ১-১ গোলে ল্যাটিন দল প্যারাগুয়ের সঙ্গে ড্র করেছে ফ্রান্স। গ্রিজম্যানের গোলে ৮২ মিনিটে এগিয়ে গিয়েছিল ফরাসিরা। তবে কাসেরাসের গোল শেষ মুহূর্তে সমতা এনে দেয় ল্যাটিনদের। প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল বেলজিয়ামও।