ফিসফাস হচ্ছে বেশ কিছুদিন ধরেই। মেরুদণ্ডের সমস্যায় ভুগছেন বায়ার্ন মিউনিখের ফরাসি তারকা ফ্র্যাঙ্ক রিবেরি। মিডিয়ার শত প্রশ্নেও নীরব কোচ দিদিয়ের দেশম। তবে সতীর্থ গিরদ জানালেন, খবর ভালো নয়। রিবেরি দিনে দিনে রেগে উঠছেন। বিরক্ত হয়ে পড়ছেন। সে সঙ্গে হতাশও। তবে কি বিশ্বকাপ খেলা হবে না ফ্র্যাঙ্ক রিবেরির! ছেলে-বুড়ো সবাই জানে, রিবেরিহীন দল নিয়ে বিশ্বকাপে ফরাসিরা নিজেদের পূর্ণ শক্তি প্রদর্শন করতে পারবে না। রিবেরি আর করিম বেনজেমাই তো এবারের বিশ্বকাপে ফরাসিদের প্রধানতম তারকা। বায়ার্ন মিউনিখে প্রধান তারকা ফ্র্যাঙ্ক রিবেরি। অন্যদিকে রিয়াল মাদ্রিদের লা ডেসিমা জয়ের অন্যতম নায়ক করিম বেনজেমা। গিরদ বলছেন, 'সে এখন নিজের উপরই বিরক্ত। তার অবস্থা সম্পর্কে খুবই সচেতন এবং ভয়ে আছে। আমাদের সবাইকেই তার দিকে এখন লক্ষ্য রাখতে হবে। ইনজুরির কারণে বিশ্বকাপ খেলার সম্ভাবনা কমে যেতে পারে।' রিবেরিকে নিয়ে কোচ এখনো কিছু বলেননি। তবে এতদিনের ফিসফাঁসটা না আবার সত্যি হয়ে যায়! বুক ভেঙে যাবে ফরাসিদের!