১২ জুন থেকে ১৩ জুলাই। ২০তম বিশ্বকাপ ফুটবলে যে ৬৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে, তাতে টিকিটের সংখ্যা ৪০ লাখ। যার ১০ ভাগ সংরক্ষিত থাকবে স্বাগতিক দর্শকদের জন্য। এর মধ্যে শারীরিকভাবে অসুস্থ পড়ুয়া এবং যারা সরকারি সাহায্য পান তাদের জন্য গ্যালারির আসন সংরক্ষিত রাখা হয়েছে। যে দলের খেলা তারা প্রতি ম্যাচের আট ভাগ টিকিট পাবে। বাকিগুলোর মধ্যে ফিফার হসপিটালিটি টিকিট, আন্তর্জাতিক সমর্থকদের টিকিট থাকছে। এখানে ম্যাচ ও মাঠভিত্তিক টিকিটও রয়েছে। দাম নির্ধারণ হয়েছে তিন ভাগে। ব্রাজিল নাগরিকদের টিকিটের মূল্য আবার চার ভাগে বিভক্ত করা হয়েছে। এক্ষেত্রে বিশেষ সুবিধায় তুলনামূলকভাবে টিকিটের দাম কম ধরা হয়েছে। ম্যাচের গুরুত্বকে প্রাধান্য দিয়ে দাম বাড়ানো হয়েছে টিকিটের। উদ্বোধনী ম্যাচের টিকিটের দাম গ্রুপ পর্বে অন্যান্য ম্যাচের চেয়ে একটু বেশি। বাংলাদেশের মুদ্রায় যা প্রায় ২০ হাজার টাকা। ফাইনালে টিকিটের মূল্য সবচেয়ে বেশি। ৩২ হাজার থেকে ৬৫ হাজার পর্যন্ত। আর ব্রাজিলে বসে স্বাগতিক দলের সব ম্যাচ (যদি ফাইনাল পর্যন্ত যায়) দেখতে সবচেয়ে কম মূল্য টিকিটের জন্য খরচ পড়বে ১ লাখ ৬ হাজার টাকার মতো।