মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম।
তামিম ইকবাল ও আনামুল হক টাইগারদের হয়ে ব্যাটিং সূচণা করতে আসেন। ভারতের বোলিং আক্রমনে শুরুতে দায়িত্ব পান মোহিত শর্মা। উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ১১ বলে শূণ্য রানে ফেরেন তামিম। তামিমের উইকেটটি নেন যাদব।
দলীয় ৫ রানের মাথায় তামিম সাজঘরে ফিরলে আরেক ওপেনার আনামুলের সঙ্গে জুটি বাধেঁন মুমিনুল হক। ৩০ রানের জুটি গড়ে তামিমের মতোই উইকেটের পিছনে ধরা দেন মুমিনুল। ব্যক্তিগত ৬ রানে যাদবের দ্বিতীয় শিকার হন মুমিনুল।
আনামুল পাঁচ চারে ২৭ রানে ব্যাটিং ক্রিজে রয়েছেন। তার সঙ্গে ১২ রানে আছেন অধিনায়ক মুশফিকুর রহিম। বাংলাদেশের সংগ্রহ ১৫ ওভারে দুই উইকেটে ৫০ রান।