শ্রীলঙ্কা লর্ডস টেস্টে লড়াই জারি রেখেছে। ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৯ উইকেটে ৫৭৫ বিশাল রানের জবাবে তৃতীয় দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত ৭ উইকেটে ৪১৫ রান তুলেছে শ্রীলঙ্কা। ইংল্যান্ডের জো রুট অপরাজিত ২০০ রান এবং ম্যাট প্রায়রের ৮৬ রানের জবাবে প্রথম ইনিংসে এত বড় রান তুলতে সমর্থ হয় ইংল্যান্ড।
জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনার করুণারত্নে (৩৮) এবং সিলভা (৬৩) মোটামুটি ভালই শুরু করেন। কিন্তু শ্রীলঙ্কাকে এখন লড়াইয়ে রেখেছেন প্রাক্তন অধিনায়ক কুমারা সঙ্গাকারা। মঈন আলির বলে কট বিহাইন্ড হওয়ার আগে এদিন ১৪৭ রান করে যান তিনি। মেরেছেন ১৬টি চার।
ইংল্যান্ডের রানকে টপকানো এখনও অনেকটাই কঠিন৷ তবে শ্রীলঙ্কা ব্যাটসম্যানরা অবশ্যই চাইবেন প্রথম ইনিংসের রানটাকে ইংল্যান্ডের রানের কাছাকাছি অন্তত নিয়ে যাওয়ার। ম্যাথিউজদের হাতে রয়েছে আর মাত্র ৩টি উইকেট। এখনও তারা পিছিয়ে ১৬০ রানে।