অধিনায়ক মুশফিকুর রহিম ভালো খেলার ইঙ্গিত দিয়েও আউট হয়ে গেলেন। দলীয় ১৩৪ রানের মাথায় পারভেজ রসুলের বলে ব্যক্তিগত ৫৯ রানে আউট হন তিনি। ৬৩ বল খেলে তিনি এ রান সংগ্রহ করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৩২ ওভারে ৪ উইকেটে ১৪৯ রান।
এর আগে আজ রবিবার দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম।