মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম একদিনের ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত।
আজ টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৭২ রান সংগ্রহ করেছে টাইগাররা।
দলের পক্ষে সর্বোচ্চ রান করেন অধিনায়ক মুশফিকুর রহিম। ৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৬৩ বলে ৫৯ রান করেন মুশফিক। সাকিব আল হাসান করেন করেন ৫২ রান। ৫৮ বলের ইনিংসে সাকিব চারটি চার ও একটি ছক্কার মার মারেন। মুশফিক-সাকিবকে যোগ্য সঙ্গ দেন আনামুল ও মাহমুদুল্লাহ। এই দুজনের সংগ্রহ যথাক্রমে ৪৪ ও ৪২ রান।
শেষ দিকে নাসির (২২), মাশরাফি (১৮), ও রাজ্জাক (১৬) সময়োপযোগী ছোট তিনটি ইনিংস খেললে বাংলাদেশের স্কোর ভদ্রস্থ চেহারা পায়।
ব্যাটিংয়ে বাংলাদেশে হয়ে চরম ব্যর্থতার পরিচয় দেন তামিম, মমিনুল ও জিয়া। মমিনুল আউট হন ৬ রান করে। ১১ বলে শূন্য রান করে প্রথমেই সাজঘরে ফেরেন তামিম ইকবাল। আর জিয়ার সংগ্রহ ২ রান।
ভারতের হয়ে উমেশ যাদব ৪৮ রানের বিনিময়ে তিনটি উইকেট লাভ করেন। অমিত মি্শ্র ও পারভেজ রাসুল দুই উইকেট করে লাভ করেন। অপর দুইটি উইকেট অক্ষর প্যাটেল ও সুরেশ রাযনা ভাগ করে নেন।