জার্মানি বনাম পর্তুগাল, নাকি জার্মানি বনাম রোনালদো! আন্তর্জাতিক মিডিয়ায় যেভাবে লেখালেখি হচ্ছে, তা দেখে মনে হচ্ছে আজ বিশ্বকাপে জার্মানদের প্রতিপক্ষ এক ক্রিস্টিয়ানো রোনালদোই। সালভাদরের ফন্টে নোভা অ্যারেনায় যেন জার্মানদের এগারোজনের বিরুদ্ধে খেলবেন এক রোনালদো! ঘটনা তো আসলে মিথ্যা নয়! জার্মানরা যে পাওয়ার ফুটবল খেলে তা রুখে দেওয়ার ক্ষমতা রাখে এক রোনালদো-ই। তাছাড়া দলে আর তারকাই বা কে আছেন?
সত্যিই কী ক্রিস্টিয়ানো রোনালদো ছাড়া পর্তুগাল দলে আর কোনো তারকা খেলোয়াড় নেই! ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের মধ্যমাঠের প্রধান অস্ত্রো নানি কি তারকা নন। কিংবা ডিফেন্সে রিয়াল মাদ্রিদের দুই স্তম্ভ পেপে ও ফ্যাবিও কোয়েন্ট্রাও, ফেনারবাচের প্রধান ডিফেন্ডার ব্র“নো আলভেজও কি তারকার কাতারে পড়ে না? অবশ্যই। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো গত কয়েক বছরে গ্রহান্তরের ফুটবল উপহার নিজেকে এমন জায়গায় তুলে নিয়েছেন যে তার ধারে কাছেও পর্তুগালের বর্তমান দলের কোনো খেলোয়াড় নেই।
রোনালদো বর্তমানে ফিফা ব্যালন ডি’অর বর্ষসেরা খেলোয়াড়। আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির মতো ফুটবলারকে পেছনে ফেলে পুরস্কার জিতেছেন তিনি -এটা তো আর চাট্টিখানি কথা নয়। তাই আজকের ম্যাচে জার্মানদের প্রতিপক্ষ এক রোনালদোই, পর্তুগাল নয়! পর্তুগিজ তারকা খেলতে পারবেন কি, পারবেন না -তা নিয়ে গত কয়েক দিন থেকেই চলছিল বেশ লুকোচুরি। আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলার পর ঠিক মতো অনুশীলন করেননি রোনালদো। তাই ভক্তদের শঙ্কা বেড়ে গিয়েছিল হাজারগুণ। জার্মান শিবিরেও স্বস্তির বাতাস বইতে শুরু করেছিল। কিন্তু শেষ দিন পুরোদমে অনুশীলন করে প্রতিপক্ষ শিবিরে এক অস্বস্তির বারতা পাঠিয়ে দিলেন। যদিও জার্মান ডিফেন্ডার বেনেডিক্ট বেশ ঝাঁঝালো কণ্ঠেই বলেছেন, ‘রোনালদো ইনজুরিতে পড়লেই কি আর সুস্থ থাকলেই কি? আমরা তো আর এক রোনালদোর বিরুদ্ধে নয়, খেলবো পর্তুগালের বিরুদ্ধে।’ তবে জার্মান স্ট্রাইকার লুকাস পোডলস্কি সুর কিন্তু খানিকটা ভিন্ন। ‘রোনালদো খুবই ভয়ঙ্কর এক খেলোয়াড়। যেকোনো মুহূর্তে যেকোনো কিছু ঘটানোর সামর্থ্য তার আছে। তবে আমরাও শতভাগ প্রস্তুত। যদি আমরা নিজেদের সেরা পারফরম্যান্সটা দেখাতে পারি তাহলে দুশ্চিন্তার কোনো কারণ নেই। তবে সাফল্য পেতে হলে রোনালদোকে আটকাতেই হবে।’
ক্রিস্টিয়ানো রোনালদো শুধু নিজের খেলা নিয়ে ব্যস্ত থাকেন তা তো নয় -পুরো পর্তুগাল দলের অক্সিজেন তিনি। নিজে যেমন সব সময় প্রতিপক্ষের ডিফেন্সকে তছনছ করার জন্য প্রস্তুত থাকেন, তেমনি সতীর্থদেরও আÍবিশ্বাসের জ্বালানি হিসেবে কাজ করেন। পর্তুগিজ ডিফেন্ডার ব্র“নো আলভেজের কথাতেই তা পরিষ্কার, ‘ফিট থাকলেই কি না থাকলেই কি? জার্মানির বিরুদ্ধে তাকে মাঠে নামতেই হবে। কেননা রোনালদো আমাদের আÍবিশ্বাস। তাকে মাঠে দৌঁড়াতে দেখলে পুরো দলের আÍবিশ্বাস হাজারগুণ বেড়ে যায়।’ রোনালদোকে নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন স্বয়ং জার্মানির কোচ জোয়াকিম লো। তিনি বলেন, ‘রোনালদো পুরো ফিট না থাকলেও বিশ্বের যেকোনো ডিফেন্ডারের ঘুম হারাম করে দিতে পারেন। যেকোনো সময় বিপদের কারণ হয়ে দেখা দিতে পারেন। তার দৌড় আটকানোই আমাদের প্রধান কাজ।’
রোনালদো মাঠে আছেন -এটাই যেন পর্তুগিজদের জন্য বড় সুখের বারতা। কিন্তু জার্মানির বিরুদ্ধে পর্তুগিজ তারকা শুধু সতীর্থদের উৎসাহ দিতেই মাঠে নামছেন না, তিনি পুরো ফিট, জার্মান দুর্গ লণ্ডভণ্ড করে দিতেই আজ মাঠে নামবেন।
শিরোনাম
- শরীয়তপুরে তিন আসনে বিএনপির মনোনয়ন ঘোষণা
- আজ নিউইয়র্কে মেয়র নির্বাচন
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৪ নভেম্বর)
- আমেরিকাকে যে কঠিন শর্ত দিলেন ইরানের খামেনি
- যুদ্ধবিরতির মধ্যে পাঁচ বন্দিকে মুক্তি, তবে হামলা থামায়নি ইসরায়েল
- শার্শা আসনে বিএনপির প্রার্থী তৃপ্তি
- আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
- চট্টগ্রামের ১০টি আসনে নতুন মুখ ৫ জন
- জানাজা থেকে গৃহবধূর লাশ গেল মর্গে, পালালেন স্বামী-শ্বশুর
- নৌপরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী
- আমেরিকা থেকে এলো গমবোঝাই জাহাজ
- এক নজরে বিএনপি প্রার্থীদের তালিকা
- চট্টগ্রাম সমিতি ঢাকা’র নির্বাচন ৫ ডিসেম্বর
- কেদারপুরে যুব সমাজের স্বেচ্ছাশ্রমে সড়ক মেরামত
- মনোনয়ন পেলেন ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ
- টঙ্গীতে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা
- জামায়াত আমিরের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির শফিকুল ইসলাম
- সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন পেলেন যারা
- টাঙ্গাইলে গ্রামীণ রাস্তায় জনদুর্ভোগ, স্বাধীনতার ৫৩ বছরেও পাকাকরণ হয়নি
- কিশোরগঞ্জ-৪ আসনে ধানের শীষ প্রতীকে লড়বেন ফজলুর রহমান
রোনালদোকেই যত ভয়
মেজবাহ্-উল-হক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর