উত্তাপের পারদ সম্পূর্ণ ঢুকে গেছে ফুটবলের মধ্যে, সান কমেছে ক্রিকেট ব্যাটের। ক্রিকেট বলের ঘূর্ণি বা গতির প্রতি আকর্ষণ কমেছে সবার। চার বছর পর পর ফিরে আসে ফুটবল বিশ্বকাপ। তাই বড় বলের কাছে গুরুত্ব কমেছে ছোট বলের। তারই প্রতিফলন দেখা মেলে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম মাঠে। টস জিতে ব্যাট করতে নামে সাকিব, তামিম, মাশরাফি, মুশফিকরা। অথচ গ্যালারিতে নেই কোনো উত্তাপ-উত্তেজনা। প্রায় নিথর-নীবর গ্যালারির দর্শকরা। ছয়-চারের পর জোরালো কোনো শব্দ আসেনি দর্শক-সমর্থকদের মধ্য থেকে। বিগত ম্যাচে যেমনটি সমর্থন পেত সাকিব-মুশফিকরা গতকাল ঘটে তার ব্যতিক্রম। নিরুত্তাপ দর্শক-সমর্থকদের মধ্যে নেই কোনো বাড়তি উত্তেজনা- উন্মাদনাও। শুধু গ্যালারি নয়, প্রেসবক্সে সাংবাদিককর্মীদের উপস্থিতি ছিল আগের চেয়ে অনেক কম। ফুটবল বিশ্বকাপের কারণে অনেক সিনিয়র ব্যস্ত সময় কাটাচ্ছেন ফুটবলকে নিয়ে।
সাত বছর পর বাংলাদেশে সিরিজ খেলতে এসেছে বিশ্বচ্যাম্পিয়ন ভারত। এমন এক সিরিজও আগ্রহ যোগাতে পারেনি দর্শকদের মনে। ভারতের মতো ক্রিকেট পরাশক্তি দলের বিপক্ষে মুশফিক বাহিনীর সিরিজে মিরপুরে চলছে দর্শক খরা। ফুটবলের কারণে দর্শকদের মধ্যেও ক্রিকেটের প্রতি অনিহা বাসা বেঁধেছে। রাত জেগে মেসি, নেইমার, রোনালদোদের নান্দনিক খেলা দেখে মুশফিক, সাকিব, তামিমদের ম্যাড়ম্যাড়ে ব্যাটিং নিশ্চয় বাড়তি উত্তেজনা জাগানোর কথা নয়। দুপুর ১টায় ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামে মুশফিকবাহিনী। খেলা যথাসময়ে শুরু হলেও, স্টেডিয়ামের প্রতিটি গ্যালারি তখনো ছিল ফাঁকা। পরে কিছু দর্শক অবশ্য এসেছিল, তবে গ্যালারির বেশিরভাগ অংশ খালি ছিল।