গ্রুপটা নিঃসন্দেহে কঠিন। আর্জেন্টিনা, বসনিয়া এবং ইরানের মতো প্রতিপক্ষ থাকলে নাইজেরিয়ার মতো দলের জন্য গ্রুপটা কঠিনই। তারপরও আফ্রিকার সুপার ঈগলরা ব্রাজিল বিশ্বকাপের মঞ্চে হাজির হয়েছে দারুণ কিছু করার আশা নিয়ে। আজ ইরানের বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়ে শুরু হবে নাইজেরিয়ার বিশ্বকাপ মিশন। আজ মাঠে নামছে আফ্রিকার কালো মানিকেরাও। ব্ল্যাক স্টারস খ্যাত ঘানার প্রতিপক্ষ আজ যুক্তরাষ্ট্র। আফ্রিকার ফেবারিটদের জন্য প্রথম ম্যাচ সহজই। ঘানার সঙ্গে যুক্তরাষ্ট্র কোনো দিনও জয় পায়নি। ১৯৮৩ সালের প্রেসিডেন্ট কাপে প্রথম মুখোমুখি হয়েছিল দুই দল। সেবার ৫-০ গোলে জিতেছিল ঘানা। একই বছর মারদেকা কাপেও মুখোমুখি হয় তারা। ফলাফল ১-০ গোলে ঘানার জয়। বিশ্বকাপের মঞ্চেও এর আগে দুবার দেখা হয়েছে ঘানা-যুক্তরাষ্ট্রের। ২০০৬ সালে ই গ্রুপের ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২-১ গোলে হারিয়েছিল ঘানা। ২০১০ সালে নকআউট পর্বের প্রথম রাউন্ডে যুক্তরাষ্ট্রের বিপক্ষে আরও একবার ২-১ গোলের জয় পায় আফ্রিকানরা। অতীত বলছে, আজ (আগামীকাল ভোর ৪টায়) যুক্তরাষ্ট্রের বিপক্ষে ফেবারিট হিসেবেই মাঠে নামবে ঘানা। তবে হিতে বিপরীতও হতে পারে। প্রতিশোধপরায়ণ মার্কিনিরা ঘানার বিপক্ষে অঘটন ঘটাতেও পারে। জি গ্রুপ থেকে নকআউট পর্বে যেতে হলে ঘানাকে আজ যুক্তরাষ্ট্রের বিপক্ষে তো বটেই, জার্মানি ও পর্তুগালের বিপক্ষেও একটা ম্যাচ জিততে হবে। এফ গ্রুপে ফেবারিট আর্জেন্টিনা।