আর্জেন্টাইন স্ট্রাইকার দিয়েগো মিলিতো বলছেন, লিওনেল মেসির সেরা হওয়ার জন্য বিশ্বকাপ জয়ের প্রয়োজন নেই। কিন্তু বিশ্বকাপের মূল্য অস্বীকার করতে পারেন না লিওনেল মেসির মতো তারকাও। ক্লাবের জার্সিতে অসংখ্য শিরোপা জিতে মেসির ঝুলি এখন পূর্ণ প্রায়। কিন্তু জাতীয় দলের জার্সিতে এখনো তার অর্জন শূন্যের কোটায়। এই শূন্যতা দূর করতেই লিওনেল মেসি ব্রাজিলকে বেছে নিয়েছেন। গত ২৮ বছর ধরে যে শিরোপা অধরা ছিল, তাই স্পর্শ করতে চান মেসি। ২০তম বিশ্বকাপে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন শুরু হয়েছে আজ ভোরে। অমরত্বের হাতছানি মেসির সামনে বার্সেলোনার জার্সি গায়ে ক্ষুদে জাদুকর যে জাদু দেখিয়ে যাচ্ছেন। বার্সেলোনার শোকেস ও তার নিজের শোকেসে যতগুলো ট্রফি এনে রেখেছেন, একজন ফুটবলারকে অমরত্ব দিতে এর অর্ধেকই যথেষ্ট। তবুও সর্বকালের সেরা ফুটবলার হতে মেসির চাই এখন একটামাত্র ট্রফি। এবার অমরত্ব পেতে ব্রাজিল বিশ্বকাপ জিততে মেসি এসেছেন আটঘাট বেঁধে। আর্জেন্টিনা ও বার্সা সতীর্থ থেকে শুরু করে ফুটবলের অনেক রথী-মহারথীর ধারণা এবার মেসি পারবেন আর্জেন্টিনার বিশ্বকাপ বন্ধ্যত্ব ঘোচাতে।