খেলার শুরুতেই কেইসুকে হোন্ডার দুর্দান্ত এক গোলে এগিয়ে যায় জাপান। তারপর পুরো ম্যাচেই আইভরি কোস্টের সঙ্গে সমান তালে আক্রমণ পাল্টা আক্রমণ করতে থাকে এশিয়ার ফুটবল পরাশক্তিরা। কিন্তু দুই মিনিটের এক সুনামিতেই জাপান লণ্ডভণ্ড হয়ে যায়। দুই মিনিটে দুই গোল দিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে আইভরি কোস্ট। এক গোলে এগিয়ে থেকেও জাপানকে হারতে হলো ২-১ ব্যবধানে। দিদিয়ের দ্রগবা দেখিয়ে দিলেন এই ৩৬ বছর বয়সেও তিনি আইভরি কোস্টের প্রাণ ভোমরা। একাদশে ছিলেন না দ্রগবা। খেলার মাত্র ১৬ মিনিটে গোল হজম করে আইভরি কোস্ট। প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও প্রাধান্য বিস্তার করে খেলছিল জাপান। ৬২ মিনিটে দ্রগবা মাঠে নামার পরই আইভরি কোস্টের পুরো দলের চেহারা পাল্টে যায়। তার মাঠে নামার মাত্র পাঁচ মিনিটের মধ্যেই ঘটে যায় সেই দুই মিনিটের সুনামি। ৬৪ মিনিটে রাইট ব্যাক অরিয়ারের কার্লিং ক্রস থেকে প্রথমে উইলফ্রিড বনি মাথা লাগিয়ে ম্যাচে সমতা ফেরান। এর দুই মিনিট পরে আবারও অরিয়ারের সেন্টার ক্রস থেকে গারভিনহো গোল করে আইভরিয়ানদের এগিয়ে দেন। দুই মিনিটে দুই গোল হজম করে হতবাক হয়ে যায় জাপানিজরা। এই জয়ে দ্বিতীয় রাউন্ডের পথটা অনেক সহজ করে ফেলল আইভরি কোস্ট। অন্যদিকে নকআউট পর্বের আশা আরও ক্ষীণ হয়ে গেল।