ইরানের বিরুদ্ধে মেসির গোলের কথা বলছে জনে জনে। ২৫ মিটার দূর থেকে যে জাদুকরী গোলটি করেন আর্জেন্টাইন তারকা, তাতে অবাক হতেই হয়। পরশু ক্যামেরুনের বিপক্ষে নেইমার ঝলকানিও গরম করে তুলেছে আলোচনার টেবিল। আলোচনার শীর্ষে রয়েছেন প্রতিপক্ষের রক্ষণভাগকে ভেঙেচুড়ে দলকে জয়ের রাস্তায় রাখা আরিয়েন রোবেন। রয়েছেন আসরের প্রথম হ্যাটট্রিকম্যান থমাস মুলারও। করিম বেনজামাকেও নিয়েও কথা হচ্ছে। কিন্তু মেসি, নেইমার, রোবেনদের মতো নয়। অথচ প্রতিটি ম্যাচেই বেনজামা ছিঁড়ে ছিবড়ে ফেলছেন প্রতিপক্ষকে। দুই ম্যাচে তার গোল মাত্র ৩টি। অথচ সংখ্যাটা হতে পারত ৬টি! কিন্তু হয়নি। সে অর্থে আসরের দুর্ভাগা ফুটবলারের না, বেনজামা। আজ ল্যাটিন আমেরিকার দল ইকুয়েডরের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলতে নামছে বেনজামার ফ্রান্স। মারাকানা স্টেডিয়ামের ম্যাচটি ফ্রান্সের আনুষ্ঠাানিকতার। কিন্তু ইকুয়েডরের জন্য নক আউট পর্ব নিশ্চিত করার। সালভাদোরের ফন্তে নোভা অ্যারিনায় বসনিয়ার মুখোমুখি হবে ইরান। ইউরোপীয় প্রতিনিধিকে হারালে শেষ ষোলোতে খেলার সম্ভাবনা উজ্জ্বল হবে এশিয়ান প্রতিনিধিদের। অবশ্য এজন্য ইরানকে অপেক্ষায় থাকতে হবে আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচের ফলের জন্য। যদি সুপার ঈগলদের হারিয়ে দেন মেসিরা, তাহলে দ্বিতীয় দল হিসেবে নকআউট পর্বে উঠে যাবে ইরান। আরেক খেলায় মুখোমুখি হবে সুইজারল্যান্ড ও হন্ডুরাস।
আন্ডারডগ হয়ে বিশ্বকাপে আসে কার্লোস কুইরোজের ইরান। কিন্তু নাইজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে সমানতালে লড়ে ছিনিয়ে নেয় এক পয়েন্ট। বরং তিন পয়েন্ট পেলেও অবাক হওয়ার কিছু ছিল না। দ্বিতীয় ম্যাচে ঘাম ছুটিয়ে দিয়েছিল আর্জেন্টিনার। মেসির জাদুকরি গোলে অতিরিক্ত সময়ে হেরে যায়। আজ শুধু বসনিয়াকে হারাতেই হবে কুইরোজের শিষ্যদের। বসনিয়ারও সুযোগ থাকবে জিতলে। তবে জিততে হবে বড় ব্যবধানে এবং সেজন্য হারতে হবে নাইজেরিয়াকেও। প্রথম ম্যাচে হন্ডুরাসকে ৩-০ গোলে হারায় ফ্রান্স। ম্যাচের তিনটি গোলই বেনজামার। কিন্তু গোললাইন প্রযুক্তির জন্য একটি গোল তার নামের পাশে লেখা হয়নি। না হলে হ্যাটট্রিক হতো রিয়াল তারকার। দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ৫-২ গোলে জয়ের ম্যাচে একটি করেন বেনজামা। মিস করেন পেনাল্টি। আর একটি গোল বাতিল হয়ে যায় অফসাইডে। সব মিলিয়ে ছয়বার তার বল স্পর্শ করেছে জাল। আজ ইকুয়েডরের বিপক্ষে গোল বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকছে এই ফরাসি তারকার। অবশ্য ড্র করলেই ইকুয়েডরের সুযোগ থেকে যাবে নকআউটে উঠার। সুইজারল্যান্ডের জন্য গুরুত্বপূর্ণ হলেও হন্ডুরাসের নিয়ম রক্ষার ম্যাচ আজ।